Shikhar Dhawan Retirement: 'কখনও যোগ্য সম্মান পায়নি', শিখর ধবনের অবসরে আক্ষেপ জাফরের, বিশেষ বার্তা দিলেন গম্ভীর, হার্দিকরা
Shikhar Dhawan: শনিবার, ২৪ অগাস্ট সকালেই এক ভিডিও বার্তার মাধ্য়মে নিজের অবসরের কথা জানান তারকা ব্যাটার শিখর ধবন।
নয়াদিল্লি: ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। শনিবার, ২৪ অগাস্টই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শিখর ধবন (Shikhar Dhawan)। তারকা ভারতীয় ক্রিকেটারের অবসরে শুভেচ্ছার ঢল।
ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ তথা শিখর ধবনের প্রাক্তন দিল্লি সতীর্থ গৌতম গম্ভীর (Gautam Gambhir) লেখেন, 'দুর্দান্ত কেরিয়ারের জন্য় অনেক অভিনন্দন শিখি। আমি নিশ্চিত তুমি ভবিষ্যতেও যাই কর না কেন, একইভাবে সেখানেও সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে।' আরেক দিল্লির ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ লেখেন, 'অভিনন্দন শিখি। মোহালিতে আমার জায়গা নেওয়ার পর থেকে তুমি আর কোনদিন পিছন ফিরে তাকাওনি। বছরের পর বছর দুরন্ত কিছু পারফরম্যান্স করেছ। এভাবেই তুমি মজা করে নিজের জীবন কাটাও।'
Congratulations Shiki on a fantastic career! I know you will spread the same joy through everything you take up in the future! @SDhawan25 pic.twitter.com/yE3mQjKXj5
— Gautam Gambhir (@GautamGambhir) August 24, 2024
Badhaai ho Shikkhi. Ever since the time you replaced me in Mohali, you didn’t look back and some top performances over the years. May you continue to have fun and live life to the fullest. Very best wishes always. https://t.co/jHvfLAhp14
— Virender Sehwag (@virendersehwag) August 24, 2024
ইরফান পাঠান আবার ধবনকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ক্লাবে স্বাগত জানান। তবে ওয়াসিম জাফরের (Wasim Jaffer) আক্ষেপ ধবনকে কোনওদিনও তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। তিনি লেখেন, 'বড় টুর্নামেন্টের ক্রিকেটার, যাকে কখনও যোগ্য় সম্মান দেওয়া হয়নি। তবে আমি যতদূর ওকে চিনি, তাতে দল জিতলে, কে বাহবা পাচ্ছে, সেই নিয়ে ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রকৃত অর্থেই একজন টিমম্যান। তোমার দ্বিতীয় ইনিংসের অনেক শুভেচ্ছা।' শুধু প্রাক্তনীরা নই কিন্তু, বর্তমান ভারতীয় দলের ক্রিকেটাররাও প্রিয় শিখি পা-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি। মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্যরা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধবনকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। মহম্মদ শামি তাঁকে আসল 'গব্বর' বলে সম্মান জানান।
A man for the big tournaments. Never got the plaudits he deserved but knowing him he didn't care who got the applause as long as team was winning. A team man through and through. Congratulations on a stellar career and all the best for your second innings @SDhawan25 🤗 pic.twitter.com/Y4fMBbIIfR
— Wasim Jaffer (@WasimJaffer14) August 24, 2024
An incredible journey comes to a close. Shikhar Dhawan, you've been a true inspiration on and off the field. You will always be the the true "GABBAR" of indian cricket. Best wishes for your new innings! #ShikharDhawan #CricketLegend #Retirement #Gabbar" pic.twitter.com/ofdMig8Ij7
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) August 24, 2024
শ্রেয়স আইয়ার ধবনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'অভিনন্দ শিখর ধবন। তোমার ভবিষ্যত যেন ভাল হোক এই শুভেচ্ছা রইল।' শিখর ধবনের সঙ্গে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সম্পর্কও খুব ভাল। নিজের কাছের মানুষের অবসরে হার্দিক লেখেন, 'তোমার জন্য সবসময় সেরাটা থাক। এক দুরন্ত কেরিয়ারের জন্য অনেক অনেক অভিনন্দন।' শ্রেয়স ও আইয়ার দুইজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্টোরিতে শিখর ধবনের সঙ্গে ছবি শেয়ার করে এই বার্তাগুলি দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানো হোক, হত্যাকাণ্ডে শাকিবের নাম জড়ানোর পরেই বোর্ডকে আইনি নোটিস