Ranji Trophy: জাতীয় টেস্ট দলে ব্রাত্য, রিটেন করেনি KKR, তবে রঞ্জিতে স্বপ্নের ফর্মে শ্রেয়স, হাঁকালেন দ্বিশতরান
Ranji Trophy 2024: প্রথম ইনিংসে চার উইকেটের বিনিময়ে ৬০২ রান তুলে ইনিংস ঘোষণা করে মুম্বই। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৯ ওভারে ১৪৬ রান তুলেছে ওড়িশা।
মুম্বই: ভারতীয় টেস্ট দল থেকে তিনি আগেই বাদ পড়েছিলেন। সদ্য প্রকাশিত রিটেনশন তালিকায় গত বার ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করালেও, তাঁকে রিটেন করেনি কেকেআর। তবে কোনও কিছুই তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলল না। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) স্বপ্নের ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ওড়িশার বিরুদ্ধে তারকা মিডল অর্ডার ব্যাটার হাঁকালেন দুরন্ত দ্বিশতরান, তাও আবার শতাধিক স্ট্রাইক রেটে।
শ্রেয়স আইয়ার ওড়িশার বিরুদ্ধে (Mumbai vs Odisha) এলিট এ গ্রুপের ম্যাচে ২২৮ বলে ২৩৩ রানের ইনিংস খেলেন। মুম্বইয়ের ব্যাটিং দাপটেই কোণঠাসা ওড়িশা। প্রথম ইনিংসে চার উইকেটের বিনিময়ে ৬০২ রান তুলে ইনিংস ঘোষণা করে মুম্বই। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৯ ওভারে ১৪৬ রান তুলেছে ওড়িশা। তবে ইতিমধ্যেই তাঁদের আধা দল সাজঘের ফিরেছে।
শ্রেয়স রঞ্জিতে যে স্বপ্নের ফর্মে রয়েছে, তা বলাই বাহুল্য। দলের গত রঞ্জি ম্যাচে খেলেননি তিনি। কাঁধের চোটে জেরে বিশ্রাম নিয়েছিলেন তিনি। তবে তার আগে মহারাষ্ট্রের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচেও সেঞ্চুরি এসেছিল আইয়ারের ব্যাট থেকে। ১৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তারপরে এবার এল ২৩৩ রানের ইনিংস। তাঁর এই ইনিংসটা কিন্তু একেবারে সঠিক সময়ে এসেছে, তা বলাই বাহুল্য।
একদিকে ভারতীয় দল সদ্যই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে। ভারতীয় মিডল অর্ডার সেক্ষেত্রে এই ইনিংস তাঁকে প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে পারে। অপরদিকে, সামনেই আবার আইপিএল নিলাম। সদ্যই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে আসন্ন ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে। কেকেআর তাঁকা দলে না রাখায় মেগা নিলামে নাম লিখিয়েছেন শ্রেয়স। সেই নিলামের আগেই এহেন পারফরম্যান্স যে শ্রেয়সকে 'হট প্রপার্টি' করে তুলবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে শ্রেয়স ছাড়াও সিদ্ধেশ লাড ১৬৯ রানের ইনিংস খেলেন। এই ম্যাচেও মুম্বইয়ের হয়ে সুযোগ পাননি পৃথ্বী শ। তাঁর বদলে সুযোগ পেয়ে ৯২ রানের ইনিংস খেলেন কেকেআরের আরেক প্রাক্তনী, তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। অধিনায়ক অজিঙ্ক রাহানে অবশ্য প্রথম বলেই আউট হন। জবাবে সন্দীপ পট্টনায়েক ৭৩ রান করলেও শামস মুলানি ও হিমাংশু সিংহ দুইটি করে উইকেট নিয়ে ওড়িশাকে চাপে ফেলে দিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিকেই বারবার কামব্যাকের মঞ্চ হিসাবে বেছেছেন কোহলি, এবারও কি একই ছবি দেখা যাবে?