IND vs NZ: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, নিউজ়িল্যান্ড সিরিজ় খেলার ছাড়পত্র পেলেন শ্রেয়স-রিপোর্ট
Shreyas Iyer: রিপোর্ট অনুযায়ী, ৭ জানুয়ারি, বুধবারই শ্রেয়স আইয়ার সেন্টার অফ এক্সিলেন্সের তরফে ফিটনেসের ছাড়পত্র পেয়েছেন।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর বেশ খানিকটা সময় মাঠের বাইরেই ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে তাঁর আন্তর্জাতিক কামব্যাক ঘটানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। রিপোর্ট অনুযায়ী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়ের (IND vs NZ) জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের তরফে ফিটনেস ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।
গত সপ্তাহেই কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেখানে শ্রেয়স আইয়ারের নাম থাকলেও, তাঁর পাশে সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ছিল তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল দলের ছাড়পত্র পেলে তবেই এই সিরিজ়ে মাঠে নামতে পারবেন। সেইমতোই তিনি ফিটনেস ছাড়পত্র পেয়ে গেলেন। Jagran News-র রিপোর্ট অনুযায়ী, ৭ জানুয়ারি, বুধবারই শ্রেয়স আইয়ার সেন্টার অফ এক্সিলেন্সের তরফে ফিটনেসের ছাড়পত্র পেয়েছেন।
অবশ্য আন্তর্জাতিক কামব্যাক এখনও না হলেও, চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ইতিমধ্যেই ফিরেছেন শ্রেয়স। তিনি বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন। দলের অধিনায়কত্বও করেন শ্রেয়স। সেই ম্যাচে শ্রেয়সের ব্যাটিং দেখে মনে হয়নি তিনি বহুদিন পরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন।
মুম্বইয়ের হয়ে গোয়ার বিরুদ্ধে চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন শ্রেয়স। মুশিরের সঙ্গে ৮২ রান যোগ করেন তিনি। স্কোরবোর্ডও বেশ দ্রুত গতিতে এগিয়ে যায়। তবে মুশির আউট হওয়ার পর একের পর এক যখন সূর্যকুমার যাদব, শিবম দুবেরা অল্প রানের ব্যবধানে সাজঘরে ফেরেন, তখন একদিক আগলেই রেখেছিলেন শ্রেয়স। তাঁর ব্যাটিংয়ে ছিল চিরপরিচিত আগ্রাসন। শতরান আসেনি, কিন্তু ৮২ রানের শ্রেয়সের ইনিংসে ছিল গোয়ার বোলারদের বিরুদ্ধে দাপট। ১৫৪-র অধিক স্ট্রাইক রেটে খেলা শ্রেয়সের ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং তিনটি ছক্কায়।
এবার শ্রেয়সের আন্তর্জাতিক প্রত্যাবর্তনের অপেক্ষা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়সের অতীত রেকর্ড কিন্তু সমর্থকদের মনে আশা জাগাবে। কিউয়িদের বিরুদ্ধে ১০ ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক মোট ৬৬১ রান করেছেন ৬৭.৮৮ গড় এবং ৯৮.৩৮ স্ট্রাইক রেটে। মাত্র নয় ইনিংস খেলে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডেতে চারবার অর্ধশতরান এবং দুইবার শতরানের গণ্ডি পার করেছেন শ্রেয়স। আসন্ন সিরিজ়েও এমনই কিছু আশায় রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।




















