Shubhman Gill: নেতৃত্ব চাননি গিল, রোহিতের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সির ব্যাটন?
Indian Cricket: রোহিতকে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত সময় দেওয়া উচিৎ ছিল। হিটম্য়ানের সমর্থনে গলা ফাটিয়েছেন। ২ মাসের ব্যবধানে টেস্ট ও এরপর ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

মুম্বই: রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্ব তুলে দেওয়া নিয়ে নানা মুনি নানা মত দিয়েছেন। অনেক প্রাক্তন ক্রিকেটার এটিকে সমর্থন করেছেন। অনেকে আবার মনে করছেন যে রোহিতকে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত সময় দেওয়া উচিৎ ছিল। হিটম্য়ানের সমর্থনে গলা ফাটিয়েছেন। ২ মাসের ব্যবধানে টেস্ট ও এরপর ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ''এটা হওয়ারই ছিল। কিন্তু এটা ২০২৭ বিশ্বকাপের পর হতে পারত। রোহিতের মধ্যে কোয়ালিটি রয়েছে। নিজের ফিটনেস নিয়ে অনেক খেটেছে। রোহিতের নেতৃত্বে দল ২০২৭ বিশ্বকাপে খেলতে পারত। কিন্তু হঠাৎ করেই গিলের ওপর নেতৃত্বভার তুলে দেওয়া হল। এতে হিতে বিপরীত না হয়, সেটাই দেখার।''
কাইফ আরও বলেন, ''গিলকে টেস্টে অধিনায়ক করা হল। ও চার নম্বর স্লটে ব্যাটিং করে। এশিয়া কাপে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয়েছিল গিলকে। এরপর ওকে হঠাৎ করে ওয়ান ডে ফর্ম্য়াটেও নেতৃত্বভার তুলে দেওয়া হল। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হল। একজন প্লেয়ার অধিনায়ক হওয়ার জন্য কখনওই বারবার বলে না। সবাই জানে যে গিল নিশ্চয় অধিনায়কত্ব চায়নি। কিন্তু ওকেই সবাই ধরে নিয়েছিল ভবিষ্যতের অধিনায়ক হিসেবে। নির্বাচন কমিটি গিলকেই বেছে নিল অধিনায়ক হিসেবে।''
অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, তাঁর ভবিষ্যৎ ঘিরে যত জল্পনাই হোক না কেন, ব্যাটার রোহিত শর্মার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। 'হিটম্যান'-র সামনে আসন্ন অজ়ি সফরেই নতুন ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। ওয়ান ডেতে রোহিত এখনও পর্যন্ত মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজ়ের তিন ম্য়াচে আর আটটি ছক্কা মারতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার হয়ে যাবেন। বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।




















