Shubman Gill Record: সচিনের রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটার হিসাবে নতুন মাইলফলক শুভমন গিলের
India vs England: সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম হিসাবে উপমহাদেশের বাইরে আড়াইশো রানের গণ্ডি পেরলেন গিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

বার্মিংহাম: আড়াইশো বা তার বেশি রানের ইনিংস! টেস্টে খুব বেশি ভারতীয়র এই কীর্তি নেই। বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) তালিকার শীর্ষে। চারবার আড়াইশো বা তার বেশি রান করেছেন বীরু। দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে নজফগড়ের নবাবের।
শুভমন গিল (Shubman Gill) ত্রিশতরান করবেন কি না, জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এজবাস্টন টেস্টে একের পর এক নজির ভেঙে চলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে আড়াইশো রান পূর্ণ করলেন শুভমন। ধরে ফেললেন সহবাগ, ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), করুণ নায়ার (Karun Nair) ও বিরাট কোহলিকে Virat Kohli। এঁদের মধ্যে বীরু ছাড়া বাকিদের টেস্টে একবার করে আড়াইশো বা তার বেশি রান রয়েছে।
সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম হিসাবে উপমহাদেশের বাইরে আড়াইশো রানের গণ্ডি পেরলেন গিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সাল ২০০৪। ফর্ম নিয়ে উদ্বেগে মাস্টার ব্লাস্টার। বারবার অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছিলেন। সচিন সিদ্ধান্ত নিলেন, অফস্টাম্পের বাইরে ড্রাইভ মারার বল পেলেও নিজেকে সংযত রাখবেন। কভার ড্রাইভ মারতে যাবেন না। সিডনি টেস্টে অবিশ্বাস্য সংযম দেখিয়ে ডাবল সেঞ্চুরি করেন সচিন। ২৪১ রানে অপরাজিত ছিলেন কিংবদন্তি। সচিনের সেই ইনিংস বিশ্ব ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।
এতদিন সচিনের সেই ইনিংসই ছিল টেস্টে উপমহাদেশের বাইরে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রান। বৃহস্পতিবার সেই নজির ভেঙে দিলেন শুভমন।
2⃣5⃣0⃣ up and going strong! 💪 💪
— BCCI (@BCCI) July 3, 2025
Captain Shubman Gill is putting on a super show! 👌👌#TeamIndia approaching 550.
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/RPbZghfLzE
বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন। চা পানের বিরতির ঠিক আগে জো রুটের বলে বোল্ড হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। তার আগে তিনি মূল্যবান ৪২ রান করে গেলেন। শুভমনের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৪ রান যোগ করলেন ওয়াশিংটন। চা পানের বিরতির সময় ভারতের স্কোর ৫৬৪/৭। ২৬৫ রান করে ক্রিজে রয়েছেন শুভমন। সঙ্গে ব্যাট করছেন আকাশ দীপ। ৩ বল খেলে কোনও রান না করে অপরাজিত বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ডানহাতি পেসার।




















