শুভমন গিল রোহিত শর্মার পরিবর্তে ওয়ান ডে অধিনায়ক হয়েছেন।
Gill on Rohit-Kohli: অস্ট্রেলিয়া সিরিজ়পূর্বে প্রাক্তন অধিনায়ক রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভমন গিল
Shubman Gill: অজ়িভূমেই এই প্রথমবার শুভমন গিল ভারতীয় দলকে ওয়ান ডেতে নেতৃত্ব দেবেন।

পারথ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। এই সিরিজ়ের মাধ্যমেই ওয়ান ডে অধিনায়ক হিসাবে নিজের সফর শুরু করবেন শুভমন গিল (Shubman Gill)। তাই সিনিয়র তারকা রোহিত শর্মা (Virat Kohli) ও বিরাট কোহলিও (Rohit Sharma) আবার এই সিরিজ়ের মাধ্যমেই জাতীয় দলে ফিরছেন। দুই মহাতারকার উপস্থিতিতে গিল কেমন অধিনায়কত্ব করেন সেই দিকে সকলের নজর রয়েছে। হঠাৎ করেই রোহিতের বদলে তিনি নেতৃত্ব পাওয়ায় প্রাক্তন অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও না না আলোচনা হচ্ছে।
এই বিষয়ে সিরিজ় শুরুর আগে মুখ খুললেন গিল। স্পষ্ট জানিয়ে তাঁর ও রোহিতের মধ্যেকার সম্পর্ক আগে যা ছিল, এখনও তেমনই রয়েছে, কিছুই বদল হয়নি। গিলকে বলতে শোনা যায়, 'বাইরে এই বিষয়ে ভিন্ন ব্যাখা দেওয়া হচ্ছে, তবে আমি বলব আমাদের নিজেদের সম্পর্কে কোনওরকম বদল হয়নি। আগে যেমন সম্পর্ক ছিল, এখনও তেমনই রয়েছে এবং সেটা আমার জন্য বেশ লাভদায়কই হচ্ছে। ওঁরা অনেক অভিজ্ঞ। পিচ হোক বা যে কোনও পরিস্থিতি, সেটা ওঁরা কীরকমভাবে সামলাবেন, কী করতেন, সেটা জানার জন্য আমি ওঁদের জিজ্ঞেস করছি। লোকজনের চিন্তাভাবনাটা আমি জানতে পছন্দ করি। তারপর সবটা শুনে যেটুকু খেলা বুঝি তা থেকে আমার নিজের সিদ্ধান্ত নিই।'
গিল কিন্তু সিরিজ় শুরুর আগে মেনে নিচ্ছেন, তাঁর কাঁধে গুরুদায়িত্ব রয়েছে। তিনি বলেন, 'নিঃসন্দেহেই আমি ভীষণ উত্তেজিত। আমার সামনে প্রথমত মাহি ভাই, তারপর বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের তৈরি করা ঐতিহ্য বজায় রাখার বড় দায়িত্ব রয়েছে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিরাট ও রোহিতের সঙ্গে আমি বহুবার কথা বলেছি। সেখান থেকে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি যা শিখেছি, তা আমাদের দলকে সাহায্য করবে বলেই আমার মনে হয়।'
নতুন ভারতীয় অধিনায়ক আরও যোগ করেন, 'রোহিত শর্মা ও বিরাট কোহলি, এমন দুজন প্লেয়ার যাঁদের আমি ছোট থেকে দেখে আসছি। যাঁদের ছোট থেকে আদর্শ মেনেনি। এখনও যে খেলাটা ওঁরা খেলে। যে খিদে এখনও ওঁদের মধ্যে দেখা যায়, তা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। এটা আমার কাছে বিরাট সম্মানের যে, ওঁদের উপস্থিতিতে দলের নেতৃত্ব সামলানো। ওঁদের থেকে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য় আমি কখনওই লজ্জিত হব না। আমি সবসময় চাইব কোনও পরিস্থিতিতে রোহিত ভাই ও বিরাট ভাইয়ের থেকে পরামর্শ নেওয়ার।'
Frequently Asked Questions
শুভমন গিল ওয়ান ডে অধিনায়ক হিসাবে কাকে প্রতিস্থাপন করছেন?
এই ওয়ান ডে সিরিজে কোন কোন সিনিয়র ক্রিকেটার জাতীয় দলে ফিরছেন?
রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সিরিজ়ের মাধ্যমে জাতীয় দলে ফিরছেন।
রোহিতের সাথে শুভমন গিলের সম্পর্ক কেমন?
শুভমন গিল জানিয়েছেন রোহিতের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে এবং এটি তার জন্য লাভজনক।
শুভমন গিল তার অধিনায়কত্বের ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটারদের সাহায্য নিচ্ছেন কি?
হ্যাঁ, তিনি পিচ এবং খেলার পরিস্থিতি সামলাতে রোহিত ও বিরাটের মতো অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছেন।




















