BCCI Awards: বর্ষসেরা হওয়ার পরেই নতুন অঙ্গীকার, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শুভমন গিল?
Shubman Gill: ২৪ বছর বয়সি গিল গত বছর ২৫ ম্যাচ খেলে ১৩২৫ রান করেছিলেন।
হায়দরাবাদ: ২০২২-২৩ সালটা শুভমন গিলের (Shubman Gill) স্বপ্নের মতোই কেটেছে। তাঁর ব্যাট থেকে রানের ঝুলফুরি দেখা গিয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে বছরের সর্বাধিক রানসংগ্রহক হন গিল। এই দুরন্ত পারফরম্যান্সের পর বিসিসিআইয়ের তরফে(BCCI) তাঁকে বছরের সেরা ক্রিকেটার হিসাবে পলি উমরিগড় পুরস্কারে সম্মানিত করা হল। ২৪ বছর বয়সি গিল গত বছর ২৫ ম্যাচ খেলে ১৩২৫ রান করেছিলেন।
বর্ষসেরা হয়ে আবেগঘন শুভমন। বিরাট কোহলির বর্ষসেরা হওয়ার ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, '১৪ বছর বয়সে এখানে আসার কথা এখনও মনে আছে। আমার সব পছন্দের তারকা, কিংবদন্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। বিরাট ভাইকে একেবারে সামনে থেকে বর্ষসেরারা পুরস্কারটা নিতে দেখা এখনও আমার স্মৃতিতে তেমনই রয়েছে, কোনওদিনও ওটা ভুলব না। এটা আমাকে এই বছরও আরও একধাপ এগিয়ে নিজেকে আরও উন্নত করার জন্য এবং দেশের জন্য সবটা উজাড় করে দেওয়ার জন্য আমায় অনুপ্রাণিত করবে।'
View this post on Instagram
গত বছরের সেরার পুরস্কার ওঠে গিলের হাতে। তার আগের তিন বছরের সেরা নির্বাচিত হন মহম্মদ শামি, আর অশ্বিন এবং যশপ্রীত বুমরা। ২০১৯-২০ মরশুমের জন্য যে পুরস্কার পেলেন মহম্মদ শামি। ২০২০-২১ মরশুমের জন্য সেই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরশুমের জন্য পেলেন বুমরা।
২০১৯-২০ মরশুমে মোট ৩০ ম্য়াচ খেলে শামি ৭৭ উইকেট তুলে নিয়েছিলেন। তার মধ্যে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও রয়েছে। ইকনমি ছিল সাড়ে চারেরও কম। ২০২০-২১ মরশুমে মাত্র ৭টি ম্য়াচ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তার মধ্যেই ৪৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ৬১/৬ ছিল তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স। ২০২১-২২ মরশুমে ৩.২৭ ইকনমি রেটে ১৫ ম্য়াচ খেলে বুমরা মোট ৩৫ উইকেট তুলে নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভিসা সমস্যায় নাজেহাল, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের তরুণ স্পিনারের খেলা নিয়ে সংশয়