(Source: Poll of Polls)
ICC Player of the Month: স্বপ্নের ফর্মের সুফল, আইসিসির বিচারে মাসের সেরা হলেন শুভমন
Shubman Gill: জানুয়ারি মাসেই ওয়ান ডেতে দ্বিশতরান করার পাশাপাশি টি-টোয়েন্টি শতরানও হাঁকান ভারতের তরুণ ওপেনার।
দুবাই: নতুন বছরের শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা শুভমন গিল (Shubman Gill)। ওয়ান ডেতে দ্বিশতরান, টি-টোয়েন্টিতে শতরান হাঁকিয়েছেন ভারতের তরুণ তারকা। এবার এই দুরন্ত ফর্মের সুফল পেলেন শুভমন। আইসিসির বিচারে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় (ICC Player of the Month) নির্বাচিত হলেন শুভমন।
স্বপ্নের ফর্ম
শুভমনের পাশাপাশি সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন আরেক ভারতীয় তারকা মহম্মদ সিরাজ এবং ডেভন কনওয়ে। তবে তাঁদের পিছনে ফেলে ২৩ বছর গিলকেই সেরা খেলোয়াড় নির্বাচিত করা হল। গিল গত বছরের একেবারে শেষে বাংলাদেশের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট শতরান হাঁকিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে একাধিক তারকার অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ পান শুভমন। সেই সিরিজে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জ্বলে উঠে তাঁর ব্যাট।
তিন ম্যাচের সিরিজে ২০৭ রান করেন গিল। তৃতীয় ওয়ান ডেতে আসে শতরান। ঠিক তার পরের ওয়ান ডে ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকান গিল। তিন ম্যাচের সিরিজে গিল মোট ৩৬০ রান করেন। বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে তিন ম্যাচের সিরিজে কোনও ব্যাটারের করা এটি সর্বকালের সর্বোচ্চ রান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তেমন বড় রান করতে না পারলেও, তৃতীয় ম্য়াচে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন তিনি।
We have a winner! 🏅
— ICC (@ICC) February 13, 2023
Our first ICC Men’s Player of the Month of 2023 has been named 👇
বর্তমানে গিল বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের অঙ্গ। যদিও তিনি প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পান কি না, এখন সেটাই দেখার বিষয়।
নতুন ভেন্যু
আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধরমশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।
আরও পড়ুন: ধর্মশালা নয়, ইনদওরে হবে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট