Smriti Mandhana: আর প্রয়োজন ৬২ রান, চলতি বছরে নতুন রেকর্ড গড়ে গিলকে টেক্কা দিতে পারবেন স্মৃতি?
INW vs SLW: টেস্ট, ওয়ান ডে ও টি-টােয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে মন্ধানা ১৭০৩ রান করেছেন। মহিলা ক্রিকেটার হিসেবে চলতি বছরে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন স্মৃতি।

মুম্বই: ২০২৫ সালটা স্মৃতি মন্ধানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ব্যাট হাতে রান করেছেন প্রচুর। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে স্মৃতিকে। প্রাক্তন প্রেমিক পলাশের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে। তবে ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই প্রচুর রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বাঁহাতি ভারতীয় ওপেনারের।
টেস্ট, ওয়ান ডে ও টি-টােয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে মন্ধানা ১৭০৩ রান করেছেন। মহিলা ক্রিকেটার হিসেবে চলতি বছরে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন স্মৃতি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্য়াচে আর ৬২ রান করতে পারলেই চলতি বছরে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে সর্বাধিক রান করার নজির গড়ে ফেলবেন স্মৃতি।
বর্তমানে শুভমন গিল এই তালিকায় শীর্ষে রয়েছেন। চলতি বছর এখনও পর্যন্ত ১৭৬৪ রান করেছেন ডানহাতি ব্যাটার। কিন্তু এদিন ৬২ রান করতে পারলে গিলকেও টেক্কা দিয়ে দেবেন স্মৃতি। গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল ও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল আমনে সামনে হবে। এই মুহূর্তে ইতিমধ্যেই ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
View this post on Instagram
সূর্যকুমারের নামে বিতর্কিত মন্তব্য বলি অভিনেত্রীর
সম্প্রতি এক ইভেন্টে কথা বলতে গিয়ে বলিউড অভিনেত্রী, মডেল খুশি মুখোপাধ্যায় দাবি করেন তাঁকে অতীতে সূর্যকুমার যাদব মেসেজ করতেন। অবশ্য এখন আর তাঁদের কথা হয়না বলেও জানান তিনি। তিনি কোনও ক্রিকেটারকে ডেট করতে আগ্রহী কি না জানতে চাইলে অভিনেত্রী দাবি করেন, 'আমি কোনও ক্রিকেটারকে ডেট করতে চাই না। আমার পিছনে তো বহু ক্রিকেটার পড়ে ছিল। সূর্যকুমার আমায় প্রচুর মেসেজ করতেন। এখন আর আমরা তেমন কথাবার্তা বলি না। আর সত্যি বলতে আমি এসবে যুক্ত থাকতেও চাই না। আমায় নিয়ে এসব লিঙ্ক-আপ আমি পছন্দ করি না।'
খুশির এহেন দাবিতে স্বাভাবিকভাবেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য সূর্যকুমার হালেই তাঁর স্ত্রী দেবিশার সঙ্গে অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে গিয়েছিলেন। বৈকুন্ঠ একাদশী পুণ্য তিথিতে তাঁরা এই মন্দিরে একসঙ্গে পুজোও দেন।




















