INDW vs SLW: শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ফের এক বিশেষ মাইলফলক স্পর্শ করতে পারেন মান্ধানা, প্রয়োজন মাত্র ২৮ রান
Smriti Mandhana: চলতি সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৫ রান করে আউট হন স্মৃতি মান্ধানা , দ্বিতীয় ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৪।

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের (IND vs SL) প্রথম দুই ম্যাচের একটিতেও বড় রান পাননি। প্রথম ম্যাচে ২৫ রান করে আউট হন তিনি, দ্বিতীয় ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৪। তবে তা সত্ত্বেও ইতিমধ্যেই চলতি সিরিজ়ে এক ইতিহাস গড়ে ফেলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথম ভারতীয় এবং বিশ্বের মাত্র দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করেছেন তিনি। শুক্রবার তিরুঅনন্তপুরমে আরও এক মাইলফলকের হাতছানি ভারতীয় ওপেনারের সামনে।
আজ, ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজ়ে ২-০ এগিয়ে থাকা ওমেন ইন ব্লু আজকের ম্যাচ জিতলেই সিরিজ় নিজেদের নামে করে ফেলবে। এই ম্যাচেই ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা আর মাত্র ২৮ রান করলেই বিশেষ তালিকায় নাম লেখাবেন তিনি। আর ২৮ রান করলেই স্মৃতি মাত্র দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি মিতালি রাজ প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক আঙিনায় ১০ হাজার রানের গণ্ডি পার করেছিলেন। সেই বিশেষ তালিকায় আজই নাম লেখাতে পারেন স্মৃতি মান্ধানাও। তিনি এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ২৭৯টি ম্যাচ খেলে মোট ৯৯৭২ রান করেছেন। তাই আর ২৮ রান করলেই দ্বিতীয় ভারতীয় এবং চতুর্থ মহিলা ক্রিকেটার হিসাবে ১০ হাজার আন্তর্জাতিক রান করবেন স্মৃতি। অবশ্য সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক মিতালি রাজের (৩৩৩ ম্যাচে ১০৮৬৮ রান) থেকে আপাতত খানিকটা দূরেই রয়েছেন স্মৃতি। তবে অদূর ভবিষ্যতে কিন্তু মিতালি পিছনে ফেলারও সুযোগ রয়েছে স্মৃতির সামনে।
কপিলের শোতে নেই স্মৃতি
পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন স্মৃতি। তারপর থেকেই তিনি লোকচক্ষুর অন্তরালে থাকছিলেন। মাঝে তাঁকে মাঠে দেখা গিয়েছিল, তবে অনুষ্ঠান এড়িয়ে চলছেন। এবার কপিল শর্মার শো থেকেও নিজেকে সরিয়ে নিলেন স্মৃতি। যে শোয়ের একটি পর্ব ভারতের বিশ্বকাপ জয়কে উদযাপন করতেই শ্যুট করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছিল কোচ অমল মুজুমদার সহ গোটা দলকে। কিন্তু সেখানেই গরহাজির ছিলেন স্মৃতি মান্ধানা।
২৭ ডিসেম্বর সম্প্রচারিত হবে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের এই পর্ব। সেখানে বিশ্বকাপ জয়ী টিমের অধিনায়ক হরমনপ্রীত কৌর থেকে শুরু করে রিচা ঘোষ, জেমাইমা রদ্রিগেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রেণুকা সিংহ, হার্লিন দেওল, রাধা যাদব, প্রতিকা রাওয়াল এবং তাঁদের হেড কোচ অমল মুজুমদারকে হাজির থাকতে দেখা যাবে। তবে থাকবেন না স্মৃতি মান্ধানা।




















