Smriti Mandhana: বিয়ে স্থগিত, সোশ্যাল মিডিয়া থেকে বাগদানের ছবি-ভিডিও মুছে দিলেন স্মৃতি মন্ধানা?
Smriti Mandhana: শোনা যাচ্ছে, শ্রীনিবাস মন্ধানার পরে পলাশ মুচ্ছলও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু ভাল খবর হল, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

মুম্বই: হলদি হয়ে গিয়েছিল। বিয়ের তোড়জোড়ও চলছিল জোরকদমে। ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বিয়ে ২৩শে নভেম্বর পলাশ মুচ্ছলের সঙ্গে হওয়ার কথা ছিল। হঠাৎ তাঁর বাবা, শ্রীনিবাস মন্ধানার শরীর খারাপ হয়ে যায়, যার কারণে বিয়ে স্থগিত করা হয়। তাঁর বাবাকে হার্ট অ্যাটাকের লক্ষণের পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কয়েক দিন আগে স্মৃতি মন্ধানা লাগাতার আলাদা আলাদা অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন। এরই মধ্যে সূত্র মারফত জানা গিয়েছে যে, পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শোনা যাচ্ছে, শ্রীনিবাস মন্ধানার পরে পলাশ মুচ্ছলও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু ভাল খবর হল, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আসলে পলাশের ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পলাশের মা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পলাশ সাঙ্গলি থেকে সরাসরি মুম্বই চলে গিয়েছেন, যাতে তিনি ভালভাবে বিশ্রাম নিতে পারেন। ২৩শে নভেম্বর তাঁদের বিবাহ অনুষ্ঠান সাঙ্গলিতে হওয়ার কথা ছিল।
বিয়ে স্থগিত
পলাশ মুচ্ছলের মা জানিয়েছেন, তিনি স্মৃতি মন্ধানার বাবার খুব কাছের, তাই যখন শ্রীনিবাস মন্ধানার শরীর খারাপ হয়, তখন পলাশ নিজেই বলেন যে, এমন অবস্থায় বিয়ে সম্ভব নয়। তাঁর মা আরও জানান, হলদির অনুষ্ঠানের পর দু’জনের বাইরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাঁকে ৪ ঘণ্টা হাসপাতালে রাখা হয় । চার বোতল স্যালাইনও দেওয়া হয় এবং আরও অনেক পরীক্ষা করা হয়। সব পরীক্ষা স্বাভাবিক এসেছে, কিন্তু মানসিক চাপ খুব বেশি । পলাশ এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা এখন মুম্বই ফিরে গিয়েছেন। অন্যদিকে তাঁর বোন পলকও মুম্বই ফিরে গিয়েছেন ।
স্মৃতি ভিডিও সরিয়ে দিয়েছেন
আরেকটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যে, স্মৃতি মন্ধানা তাঁর ইনস্টাগ্রাম থেকে আংটি পরা ভিডিও সরিয়ে দিয়েছেন। তিনি অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে নাচতে নাচতে তিনি আংটি দেখিয়ে তাঁর বাগদানের কথা জানিয়েছিলেন। তিনি অন্যান্য অনুষ্ঠান সম্পর্কিত আরও অনেক ভিডিও শেয়ার করেছিলেন, কিন্তু হঠাৎ করে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত স্মৃতি মন্ধানা বা তাঁর পরিবারের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।




















