Sourav Ganguly On Shami: শামি ফিট, বাংলাকে জেতাচ্ছে, নিশ্চয়ই কথা হয়েছে... ভারতীয় নির্বাচকদের কী বার্তা সৌরভের?
India vs South Africa: সিএবি প্রেসিডেন্ট জোরাল সওয়াল করলেন শামিকে খেলানোর জন্য। জানিয়ে দিলেন, দলকে জেতাচ্ছেন যিনি, তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠারই কথা নয়।

সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতীয় দলের হয়ে শেষবার খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। মার্চ মাসে। তারপর থেকে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর ফিটনেস নিয়ে উঠেছে প্রশ্ন। তবে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন শামি। ইডেন গার্ডেন্সে বাংলার জার্সিতে প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। যার মধ্যে গুজরাত ম্যাচে জাতীয় নির্বাচক রুদ্রপ্রতাপ সিংহের সামনে ৮ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়েছেন। যে পারফরম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফেরানো হবে ডানহাতি ফাস্টবোলারকে।
কিন্তু দরজা খোলেনি শামির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও উপেক্ষিতই থেকে গিয়েছেন ৩৫ বছরের পেসার। হতাশায় বাংলার হয়ে রেলওয়েজ়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচও খেলছেন না শামি।
এবার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারের হয়ে ব্যাট ধরলেন এক কিংবদন্তি। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সিএবি প্রেসিডেন্ট জোরাল সওয়াল করলেন শামিকে খেলানোর জন্য। জানিয়ে দিলেন, দলকে জেতাচ্ছেন যিনি, তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠারই কথা নয়।
সোমবার এআই নির্ভর একটি ক্রিকেট প্রশিক্ষণ প্রযুক্তি 'কাবুনি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন সৌরভ। মধ্য কলকাতার একটি হোটেলে সেটারই আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বললেন, 'শামি দুর্দান্ত বোলার। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ বোলিং করছে। ২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছে। দলকে জেতাচ্ছে। ও সম্পূর্ণ ফিট। ভারতের অন্যতম সেরা ফাস্টবোলার শামি।'
তাহলে কেন ভারতীয় দলে দেখা যাচ্ছে না শামিকে? গুজরাত ম্যাচ যে ইডেনে বসে জাতীয় নির্বাচক আর পি সিংহ দেখে গিয়েছেন, জানেন সিএবি প্রেসিডেন্ট। সৌরভ বললেন, 'শামির সঙ্গে নিশ্চয়ই নির্বাচকদের কথা হয়েছে। ওকে বাদ দেওয়ার তো কারণ নেই। দারুণ ফিটও রয়েছে।'
ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ফাস্টবোলার শামি। যা নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের যুক্তি, শামি ফিট নন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময় আগরকর জানিয়েছিলেন, শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে কোনও আপডেট নেই। যদিও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন শামি। ত্তরাখণ্ডের বিরুদ্ধে সাত উইকেট আর গুজরাতের বিরুদ্ধে আট উইকেট নিয়ে ইডেনে বাংলাকে প্রথম দুই ম্যাচে জিতিয়েছেন। শামি ইডেনেই বোমা ফাটিয়েছিলেন। বলেছিলেন, তিনি ফিট কি না নির্বাচকদের জানানো তাঁর কাজ নয়।
সব মিলিয়ে শামি কেন ভারতীয় দলের বাইরে, সেই রহস্যের কোনও কিনারা হওয়ার লক্ষণ নেই।




















