Sourav Ganguly: অধিনায়ক হিসেবে বুমরা কী সফল হবেন? পারথ টেস্ট প্রসঙ্গে কী বললেন সৌরভ?
Border-Gavaskar Trophy: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অনেক ম্য়াচেই দেশের জার্সিতে নেতৃত্ব দিয়েছেন। টেস্টে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে বুমরাকে আগে।
পারথ: রোহিত শর্মার পরিবর্তে বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে ভারতের নেতৃত্বে দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এখনও অফিশিয়ালি কিছু জানানো না হলেও এটাই খবর যে রোহিত শর্মাকে অ্য়াডিলেড টেস্টের আগে পাওয়া যাবে না। এর আগেও জাতীয় দলের নেতৃত্বভার সামলাতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এই প্রথমবার টেস্টে এত বড় সিরিজের হাইভোল্টেজ ম্য়াচে গুরুদায়িত্ব কাঁধে। বুমরা পারবেন কি চাপ সামলাতে? প্রাক্তন ভারত অধিনায় সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু আশ্বাস রাখছেন তারকা পেসারের ওপর। তিনি মনে করেন বুমরা নিঁখুতভাবেই দায়িত্ব সামলাবেন পারথ টেস্টে।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অনেক ম্য়াচেই দেশের জার্সিতে নেতৃত্ব দিয়েছেন। টেস্টে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে বুমরাকে আগে। সৌরভ জানিয়েছেন, ''আমি মনে করি বুমরা একজন ভাল অধিনায়ক হয়ে উঠবে। ওর মধ্যে সেই সম্ভাবনা উজ্জ্বল। আমি যতটুকু ওকে দেখছি মাঠে খেলার বোঝার চেষ্টা করে। লিডারশিপ গ্রুপের সদস্যও বুমরা। খেলার মধ্যে থাকে সবসময়। কোনও আলোচনা হলে সেখানে উপস্থিত থেকে নিজের মতামত দেয়। এছাড়া বোলার বুমরাকে নিয়ে তো কোনও কথাই নেই।''
ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ডের প্রাক্তন সভাপতি আরও বলেন, ''বুমরা ওই পেস অ্য়াটাককে নেতৃত্ব দেবে। তাও অস্ট্রেলিয়ার মত দেশে। সেখানকার আবহাওয়াকে কাজে লাগিয়ে ও সুবিধে তুলতে পারবে। বুমরা অবশ্যই দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে, এই আমার বিশ্বাস। আসন্ন সিরিজে ওর উপস্থিতি বড় ভূমিকা নিতে চলেছে।''
আপাতত সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া রোহিত পরিবারের সঙ্গে আরও খানিকটা সময় কাটাতে চান বলে খবর। এক বিসিসিআই সূত্র জানান, 'আমরা ভাবছিলাম ওঁ হয়তো এইবার রওনা দেবেন। তবে ওঁ বিসিসিআইকে জানিয়েছে যে ওঁর পক্ষে এখনই যাওয়া সম্ভব নয়, আরও খানিকটা সময় প্রয়োজন। ওঁ অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে তো নয়দিনের ব্যবধান রয়েছে। তাই রোহিত ওই সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন।' অর্থাৎ সরকারিভাবে ঘোষণা না হলেও, প্রথম টেস্ট ম্যাচে রোহিত যে পারথে খেলতে নামবেন না, তা কার্যত নিশ্চিত। ফলে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতে এবার অধিনায়ক বুমরাকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। পারথ টেস্টে শুভমন গিলকে পাওয়া যাবে না, এটুকু নিশ্চিত। তিনি চোট পেয়েছিলেন প্রস্তুতি ম্য়াচ খেলার সময়।