Sourav Ganguly: বাংলার ক্রিকেটে প্রশাসক হিসাবে দ্বিতীয় ইনিংস, কী কী পরিকল্পনা? কী জানালেন সৌরভ?
Eden Gardens: ফের সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। রবিবার, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিলেন ইডেন গার্ডেন্সে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরছেন মহারাজ।

সন্দীপ সরকার, কলকাতা: শেষবার যখন তিনি সিএবি-র (CAB) মসনদে ছিলেন, করোনার অভিশাপের সঙ্গে পরিচিত ছিল না সমাজ। বাংলার ক্রিকেটে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন প্রশাসক হিসাবে। ভিশন ২০২০ প্রকল্প চালু করা, স্থানীয় ক্রিকেটের খোলনলচে বদলে দেওয়া, আম্পায়ারদের টুপিতে ক্যামেরা বসানো - একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন।
৬ বছর পর ফের বাংলার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। সিএবি প্রেসিডেন্টের পদ ছেড়ে ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর ২০২২ সালে কুলিং অফে গিয়েছিলেন লোঢা কমিটির সুপারিশ মেনে। ফের সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। রবিবার, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিলেন ইডেন গার্ডেন্সে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরছেন মহারাজ।
সিএবি প্রশাসনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। সৌরভ বললেন, 'যারা সাপোর্ট করেছে, সবাইকে ধন্যবাদ। এখানে কোনও বিরোধী নেই। সবাই অ্যাসোসিয়েশনের অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে ক্রিকেট চালাব। আগে বর্তমান প্যানেলের টার্ম শেষ হোক। এখনও মেয়াদ শেষ হয়নি ওদের। ২২ তারিখ অবধি থাকবে। আগামী এক বছরে প্রচুর ম্যাচ আছে। টেস্ট ম্যাচ আছে, বিশ্বকাপ আছে, আইপিএল আছে, বেঙ্গল প্রো টি-২০ আছে। ভাল কিছু করার চেষ্টা করব সকলে মিলে।'
ক্রিকেট প্রশাসনে তিনি আর নতুন নন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে। সৌরভ বললেন, 'আমার কাছে এটা কোনও চ্যালেঞ্জ নয়। আমার আট বছরের অভিজ্ঞতা রয়েছে। পাঁচ বছর সিএবি প্রেসিডেন্ট ছিলাম। তিন বছর বোর্ড প্রেসিডেন্ট ছিলাম। এটা একা অবৈতনিক কাজ। সময় দিতে হবে। পেশাদারি কাজ চলবে। সিএবি-র কাজের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।'
সিএবি প্রেসিডেন্ট পদে ফিরে কী পরিকল্পনা? সৌরভ বলছেন, 'ভিশন পরিকল্পনার একটা অংশ। অনেক পরিকল্পনা রয়েছে। ভিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার জন্য ভিশন বন্ধ হয়েছিল। আমি প্রেসিডেন্ট থাকাকালীন ক্লাব ক্রিকেটে বদল এনেছিলাম। সুপার লিগ হয়েছে। বেঙ্গল প্রো টি-২০ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই এগিয়ে যায়। ক্রিকেটও এগিয়ে যাবে।আমি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন মহিলা ক্রিকেটের অনেক উন্নতি হয়েছিল। মহিলাদের ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। সেটায় বাড়তি জোর দেব। সুপার লিগ রয়েছে, গতবার বেঙ্গল প্রো টি-২০ সেরা হয়েছিল। টি-২০ ক্রিকেট গোটা বিশ্বে ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলার ছেলেদের সঠিক মঞ্চ দেওয়া জরুরি। সেটাকে আরও ঠিক করতে হবে। তবে ক্লাব ক্রিকেটে এবারের মতো প্লেয়ার ট্রান্সফার হয়ে গিয়েছে। এবারে তো সব হবে না। পরে বসে সব ঠিক করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহিলাদের ক্রিকেট আর বাংলার সব ধরনের ক্রিকেটের উন্নতি করা।'
বহু বছর ট্রফি হীন বাংলা ক্রিকেট দল। রঞ্জি ফাইনালে উঠেও হারতে হয়েছে। সৌরভ বলছেন, 'বাংলার ক্রিকেটারদের নিয়ে আগ্রহ বেশি। আমি তো আর খেলতে পারব না, ব্যাট বল করতে পারব না। আমি শুধু ওদের গাইড করতে পারি। সাহায্য করতে পারি। ক্রিকেটারদেরই খেলতে হবে। আমাদের কাজ হচ্ছে যতটা বেশি সম্ভব সাহায্য করা। ফাইনালে বারবার হারা নিয়ে আমি কথা বলব ছেলেদের সঙ্গে। আগে ফাইনাল পৌঁছক। তারপর তো ফাইনাল হার্ডল ক্রস করবে। রঞ্জি ফাইনাল খেলাটাও দারুণ কৃতিত্বের। রঞ্জির আগে লক্ষ্মীরতন শুক্লর সঙ্গে কথা বলব। ক্রিকেটারদের সঙ্গেও কথা বলব। তবে বেশি মাথার দরকার নেই। যে ১৫-১৬ জন খেলে তাদের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ।'




















