IND vs PAK: 'স্পোর্টস মাস্ট গো অন..', ২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে চান সৌরভও
Asia Cup IND vs PAK: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি খোঁচাও দিয়েছিলেন।

কলকাতা: এশিয়া কাপ নিয়ে টালবাহানার অন্ত নেই। তবে আপাতত শোনা যাচ্ছে টুর্নামেন্ট হচ্ছে। আর আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে না এমনটা শোনা যাচ্ছিল। পাকিস্তানকে সবরকমভাবে বয়কটের ডাক উঠেছিল। এমনিও কেন্দ্রীয় সরকার ও বিসিসিআইয়ের তরফে পাকিস্তানের খেলতে যাওয়াতে বিধি নিষেধ রয়েছে প্রায় এক যুগের ওপর। যদিও এবারের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে সহমত পোষন করেছে বিসিসিআই। আর এবার প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেন দিলেন তিনিও চাইছেন যে ভারত-পাকিস্তান দ্বৈরথ হোক।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি খোঁচাও দিয়েছিলেন। সৌরভও মনে করেন ভারত-পাকিস্তান ম্য়াচ হওয়া উচিৎ। প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ''খেলাধূলো বন্ধ হওয়া উচিৎ নয়। এগিয়ে যাওয়া উচিৎ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিৎ।'' উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরশাহি ও ওমান। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
উল্লেখ্য, ভারতীয় দল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তবে বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছর দুই দল কোনও টুর্নামেন্টে মুখোমুখি হলেও, একে অপরের দেশে খেলবে না, খেলা হবে নিরপেক্ষ কোনও স্থানে, ঠিক যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দল মরুদেশে নিজেদের সব ম্যাচ খেলেছিল, তেমন। সেইমতোই কোন দেশে এশিয়া কাপ আয়োজিত হবে, সেই নিয়েই জল্পনা ছিল। তবে সেইসব জল্পনা কাটল অবশেষে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আট দলের এশিয়া কাপ আয়োজিত হবে মরুদেশে। দুই গ্রুপে ভাগ করেই হবে গ্রুপ পর্বের ম্যাচ।




















