Sourav On Rinku: কেন টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? কারণ ব্যাখ্যা করে দিলেন সৌরভ
T20 World Cup: রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর পটেল - টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে চার স্পিনার রাখা হয়েছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সৌরভ অবশ্য নির্বাচকদের পাশেই দাঁড়ালেন।
সন্দীপ সরকার, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল নির্বাচন হওয়ার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে এক ক্রিকেটারের বাদ পড়া নিয়ে। রিঙ্কু সিংহ (Rinku Singh)। গত আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে যিনি হইচই ফেলে দিয়েছিলেন। তারপর জাতীয় দলে সুযোগ পান। টিম ইন্ডিয়ার জার্সিতেও নজর কেড়ে নেন উত্তর প্রদেশের ক্রিকেটার। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে (Indian Cricket Team) রাখা হয়নি রিঙ্কুকে।
আপনি অবাক? শুক্রবার বাইপাসের ধারে এক হোটেলে বেঙ্গল প্রো টি-২০ লিগের আনুষ্ঠানিক ঘোষণা ও ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে প্রশ্নটা করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সাফ বলে দিলেন, 'না। আমার মনে হয়েছে দল একজন বাড়তি স্পিনার রাখতে চেয়েছে। সেই জন্যই রিঙ্কু জায়গা পায়নি।' যদিও রিঙ্কুর জন্য সান্ত্বনাবার্তাও দিয়েছেন মহারাজ। বলেছেন, 'রিঙ্কু সবে শুরু করেছে। আরও সুযোগ আসবে।'
রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর পটেল - টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে চার স্পিনার রাখা হয়েছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সৌরভ অবশ্য নির্বাচকদের পাশেই দাঁড়ালেন। বললেন, 'ভারত ওয়েস্ট ইন্ডিজ়ে খেলবে। ওখানকার উইকেট মন্থর। বল পড়ে নীচু হবে। ঘুরবে। তাই চার স্পিনারকে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। ওখানে মাঠও অনেক বড়। স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ওয়েস্ট ইন্ডিজ়ে খেলা হবে বলেই চার স্পিনার রাখা হয়েছে। মন্থর পিচে খেলা হবে। বল ঘুরবে।'
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর চলতি আইপিএলেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ। ফিরেই বল হাতে, উইকেটকিপিংয়ে নজর কেড়ে নিয়েছেন। পন্থকে রাখা হয়েছে বিশ্বকাপের দলেও। সৌরভ বলছেন, 'পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ওকে শুভেচ্ছা জানাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ভালই করবে।' বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে এত আলোচনা... প্রশ্ন থামিয়ে দিয়ে সৌরভ বলছেন, 'বিরাট কোহলি দারুণ ব্যাটার। স্ট্রাইক রেট নিয়ে আলোচনা ভিত্তিহীন।'
সব মিলিয়ে বিশ্বকাপের ভারতীয় দল কেমন দেখলেন? সৌরভ বলছেন, 'ওয়ান ডে বিশ্বকাপে ভারত সেরা দল ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত দারুণ দল। আমি নিশ্চিত রাহুল ও রোহিত সেরা একাদশই বাছবে। ভারত সত্যিই খুব ভাল দল। কোহলি, রোহিত, পন্থ, সঞ্জু স্যামসন, সকলেই ম্যাচ উইনার। আমি খুব খুশি সঞ্জুকে দলে নেওয়া হয়েছে। শিবম দুবেও ভাল বিকল্প।'
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। ১১ ম্যাচে ১০ পয়েন্ট দিল্লির। প্লে অফে উঠতে গেলে বাকি তিন ম্যাচের তিনটিই জিততে হবে। সৌরভ বলছেন, 'এখান থেকে অনেক দলই প্লে অফে যেতে পারে। আমাদেরও তিন ম্যাচ জিততে হবে। কেকেআরও ভাল দল।'
আরও পড়ুন: সারাজীবন তো অধিনায়ক ছিলাম না, হার্দিকের নেতৃত্বে খেলতে হওয়া নিয়ে মুখ খুললেন রোহিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।