Bronco Test: 'ফুসফুস একেবারে...' ব্রঙ্কো টেস্ট নিয়ে রোহিত, বুমরাদের সতর্কবার্তা এবি ডিভিলিয়ার্সের
Indian Cricket Team: এবার থেকে ফিটনেসের মাপকাঠি হিসাবে ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট এবং দুই কিমি টাইম ট্রায়ালের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও পাস করতে হবে।

নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket Team) ফিটনেস নির্ধারণের জন্য ইয়ো ইয়ো টেস্টই মাপকাঠি ছিল। তবে শোনা যাচ্ছে, তাতে বদল হচ্ছে। এবার থেকে ফিটনেসের মাপকাঠি হিসাবে ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট এবং দুই কিমি টাইম ট্রায়ালের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও (Bronco Test) পাস করতে হবে। বিভিন্ন ক্রিকেট দল এবং বিশেষত রাগবি দলগুলির ফিটনেস পরীক্ষার জন্য বহুদিন ধরেই এই ব্রঙ্কো টেস্ট চালু রয়েছে। এবার ভারতীয় ক্রিকেটেও এই টেস্ট চালু হবে। তবে এই পরীক্ষা যে একেবারেই সহজ নয়, সেই বিষয়ে কিন্তু আগেভাগেই টিম ইন্ডিয়ার তারকাদের সতর্ক করে দিচ্ছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জানান প্রথমে এই পরীক্ষার নামটা তাঁর কাছে অপরিচিত মনে হলেও, পরবর্তীতে তাঁর মনে পড়ে যে তিনিও নিজের আন্তর্জাতিক খেলোয়াড় জীবনে এমন পরীক্ষা দিয়েছেন। ডিভিলিয়ার্স জানান, 'আমায় যখন প্রথমে দল এই বিষয়ে জানিয়েছিল, তখন এই ব্রঙ্কো টেস্টের বিষয়ে জানতামই না। তবে পরে ওরা আমায় এটার বিষয়ে বিস্তারিত জানালে বুঝতে পারি যে এই প্রক্রিয়াটা তো জানি আমি। ১৬ বছর বয়স থেকে আমি এই পরীক্ষা দিচ্ছি আমার দক্ষিণ আফ্রিকায় এটাকে স্প্রিট রিপিট অ্যাবিলিটি টেস্ট বলি।'
এরপরেই তাঁর সতর্কবার্তা, 'এটা সবথেকে খারাপ এবং কঠিন পরীক্ষাগুলির একটি। প্রিটোরিয়া ইউনিভার্সিটি এবং সুপারস্পোর্ট পার্কে শীতের সকালে বিশেষক যেহেতু এটা নদীতল থেকে প্রায় ১৫০০ মিটার উঁচুতে অবস্থিত, তাই একদমই বেশি অক্সিজেন পাওয়া যায় না। সেখানে এমন পরীক্ষা দিতে গিয়ে ফুসফুস একেবারে জ্বলে, পুড়ে যায়।'
প্রসঙ্গত, ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন আদ্রিয়ান ল্য রু। এর আগেও তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন ফিটনেস পরীক্ষা। মূলত রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে এই ব্রঙ্কো টেস্ট খুবই উপযোগী বলে মনে করা হয়। এবার ক্রিকেট মাঠেও হাজির সেই টেস্ট।
কেমন হয় এই ব্রঙ্কো টেস্টে? এই পরীক্ষায় একটানা ১২০০ মিটার দৌড়তে হয়। তাও আবার মাত্র ছয় মিনিটের মধ্যেই এই পুরো দৌড়টা সম্পন্ন করে ফেলতে হয়। সূত্রের খবর, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার ফিটনেস প্রমাণ করতে এই টেস্ট দিয়েছেন। এবার থেকে নিয়মিতভাবেই এই পরীক্ষা হবে।




















