WTC Final 2025: ''জীবনে কোনওদিনও ওই মুহূর্তটা ভুলব না'', টেস্ট চ্যাম্পিনয়নশিপ জিতে আবেগঘন রাবাডা
Kagiso Rabada: এমনকী ফাইনালেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। একাই দুটো ইনিংসে অজি ব্য়াটিং লাইন আপের ভাঙন ধরানোর দায়িত্ব নিয়েছিলেন রাবাডা।

লন্ডন: ২৭ বছরের অপেক্ষা শেষে আইসিসি খেতাব ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2025) ফাইনালে ৫ উইকেটে জিতে ইতিহাস গড়েছে তেম্বা বাভুমার (Temba Bavuma) দল। আর সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য কাগিসো রাবাডা (Kagiso Rabada)। বিশ্বের সেরা পেসারদের মধ্যে একজন। এমনকী ফাইনালেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। একাই দুটো ইনিংসে অজি ব্য়াটিং লাইন আপের ভাঙন ধরানোর দায়িত্ব নিয়েছিলেন রাবাডা।
আইসিস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাবাডা বলেছেন, ''আমি নিজেকে স্টার হিসেবে ভাবি না। দেখিও না। আমি নিজেকে সেভাবেই দেখতে চাই যে দলের সঙ্গে নিজের সর্বস্ব দিয়ে দেবে। নিজের রক্তও দিতে রাজি। প্রতিনিয়ত নিজেকে নিয়ে খাটতে চাই। আরও উন্নতি করতে চাই নিজের বোলিংয়ে। নিজে অনেকগুলো বছর আরও সম্মানের সঙ্গে খেলে যেতে চাই। আমি মনে করি বাকিরাও যেন সেই পথেই চলতে পারে।''
'টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন রাবাডা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট সর্বাধিক উইকেট পাওয়ার নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছেন কাগিসো রাবাডা। পেরিয়ে গিয়েছেন অ্য়ালান ডোনাল্ডকে। ৭১ টেস্ট এখনও পর্যন্ত ৩৩৬ উইকেট নিয়েছেন রাবাডা। অন্য়দিকে ডোনাল্ড তাঁর টেস্ট কেরিয়ারে ৭২ ম্য়াচে ৩৩০ উইকেট নিয়েছেন। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ডেল স্টেন। প্রাক্তন প্রোটিয়া স্পিডস্টার ৯৩ ম্য়াচে ৪৩৯ উইকেট নিয়েছেন।
রাবাডা আরও বলেন, ''আমি যতবার মাঠে নামি, এটাই ভাবি আর এটাই লক্ষ্য থাকে যে যত বেশি সম্ভব উইকেট যেন তুলতে পারি। কারণ ওটাই আমার দায়িত্ব। আমাদের দলটা অনেকটাই অনভিজ্ঞ। কিন্তু সবাই দলগত ভাবে খেলেছি। টেস্ট চ্য়াম্পিয়নশিপ জয়ের মুহূর্ত আমার কাছে ভীষণ স্পেশাল। জীবনে কোনওদিনও এই মুহূর্ত ভুলতে পারব না। আমি নিশ্চিত বাকিরাও ভুলতে পারবে না।''
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ''''আমার মনে হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপে আমাদের ভাল ফল করার আত্মবিশ্বাস বাড়বে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের সময় আমরা অনেকেই সেই দলের সদস্য হতে চাইব। আমরা অবশ্যই চাইব দলের হয়ে পারফর্ম করার। নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকব।''




















