![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 World Cup: এখনও পর্যন্ত অপরাজিত থেকে কীভাবে ফাইনালে মারক্রামরা? 'চোকার্স' তকমা ঘুচবে কি?
South Africa reaches Final 2024: এইডেন মারক্রামের নেতৃত্বে আফগানিস্তানকে যেভাবে একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছে প্রোটিয়া বাহিনী। তার পর এই দলকে নিয়ে স্বপ্ন দেখাই যায়।
![T20 World Cup: এখনও পর্যন্ত অপরাজিত থেকে কীভাবে ফাইনালে মারক্রামরা? 'চোকার্স' তকমা ঘুচবে কি? south Africa t20 world cup 2024 unbeaten team route to the world cup final T20 World Cup: এখনও পর্যন্ত অপরাজিত থেকে কীভাবে ফাইনালে মারক্রামরা? 'চোকার্স' তকমা ঘুচবে কি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/1d734fecebf0170eb4bd65ea49b1137b1719462530289206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ত্রিনিদাদ: চোকার্স তকমা তাঁদের গায়ে লেগে রয়েছে। প্রতিটা টুর্নামেন্টে নক আউট পর্ব থেকে বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেও শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয়েছে। তবে এবার দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan) ক্রিকেট দলের সামনে সুবর্ণ সুযোগ থাকছে প্রথমবার কোনও আইসিসি ট্রফি জয়ের। এইডেন মারক্রামের নেতৃত্বে আফগানিস্তানকে (দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান) যেভাবে একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছে প্রোটিয়া বাহিনী। তার পর এই দল স্বপ্ন দেখতেই পারে। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে কীভাবে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছল, কাদের কাদের হারিয়েছে তারা, এক নজরে দেখে নেওয়া যাক -
গ্রুপের চারটি ম্যাচেই টানা জয় ছিনিয়ে নিয়ে সুপার এইটে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা
- নিজেদের প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৭৭ রানে অল আউট হয়ে যায় হাসারাঙ্গার দল। রান তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মারক্রাম বাহিনী।
- দ্বিতীয় ম্য়াচে নেদারল্যান্ডসকে ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে দেয় প্রোটিয়া শিবির। ব্যাট করতে নেমে ডাচরা প্রথমে ৯ উইকেটে ১০৩ রান করে। রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারালেও ম্য়াচ জিতে যায় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্য়াচে ৪ রানে জেতে আফ্রিকা শিবির। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করেন ডি ককরা। রান তাড়া করতে নেমে শান্তর দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি তুলতে পারেনি।
- এই একমাত্র ম্য়াচে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ ছিল খাতায় কলমে অনেক দুর্বল নেপাল। ২০ ওভারে ১১৫/৭ রান বোর্ডে তুলেছিল প্রোটিয়া বাহিনী। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান বোর্ডে তুলে আটকে যায় নেপাল।
সুপার এইটে তিনটি ম্য়াচে জয় রাবাডাদের
- সুপার এইটে নিজেদের প্রথম মহারণে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯৪/৪ বোর্ডে তুলে নিয়েছিল প্রোটিয়া বাহিনী। রান তাড়া করতে নেমে ১৭৬/৬ বোর্ডে তুলতে পারে অ্যারন জোন্সের দল।
- ইংল্যান্ডের বিরুদ্ধেও ৭ রানে ম্য়াচ জিতে যায় এইডেন মারক্রামের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৬৩/৬ বোর্ডে তুলে নেয় প্রােটিয়া শিবির। রান তাড়া করতে নেমে ১৫৬/৬- তে আটকে যায় ইংল্যান্ড বাহিনী।
- সুপার এইটে নিজদের শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডি এল এস মেথডে ৩ উইকেট ম্য়াচ জিতে যায় প্রোটিয়া শিবির।
আজ সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ৫৬ রানে আউট হয়ে যায় রশিদ খানের দল। রান তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়া বাহিনী। ২৯ জানুয়ারি ফাইনালে খেলতে নামবে ডি ককরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)