Milan Rathnayake: ভারতীয় ক্রিকেটারের ৪১ বছর পুরনো রেকর্ড ভেঙে নতুন কীর্তি রত্নায়েকের
ICC Test Record: টেস্ট ক্রিকেটে ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার মিলন রত্নায়েকে (Milan Rathnayake)। গড়লেন নতুন মাইলফলক।
ম্যাঞ্চেস্টার: টেস্ট ক্রিকেটে ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার মিলন রত্নায়েকে (Milan Rathnayake)। গড়লেন নতুন মাইলফলক।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৯ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শ্রীলঙ্কার ক্রিকেটার রত্নায়েকে। তিনি ভেঙে দিয়েছেন ভারতেরই বলবিন্দর সান্ধুর (Balwinder Sandhu) রেকর্ড। ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রান করেছিলেন সান্ধু। সেটাই এতদিন পর্যন্ত ছিল টেস্ট ক্রিকেটে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নজির। সেই কীর্তি ভেঙে দিলেন শ্রীলঙ্কার রত্নায়েকে।
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ১৩৫ বলে ৭২ রান করেন রত্নায়েকে। চাপের মুখেও তাঁর ব্যাটিংয়ে ভর করে লড়াই চালায় শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচের প্রথম দিন রত্নায়েকে যখন ব্য়াট করতে নামেন, ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। ক্রিস ওকস (Chris Woakes) ও গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) পেস জুটি তখন শ্রীলঙ্কার ব্যাটিংকে কোণঠাসা করে ফেলেছেন।
চাপের মুখে পাল্টা লড়াই শুরু করেন রত্নায়েকে। তাঁর লড়াইয়ের সৌজন্যেই প্রথম ইনিংসে ২৩৬ রান তোলে শ্রীলঙ্কা। অষ্টম উইকেটে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রত্নায়েকে। তরুণ ইংরেজ স্পিনার শোয়েব বশিরকে (Shoaib Bashir) আক্রমণে আনার পর রত্নায়েকের লড়াকু ইনিংস শেষ হয়। রত্নায়েকে-কে ড্রাইভ খেলতে প্রলুব্ধ করেন বশির। সেই ফাঁদেই পা দেন রত্নায়েকে। মিড অনে সহজ ক্যাচ ধরেন ওকস।
Milan Rathnayake announces himself on the Test stage with a brilliant maiden fifty (72)! What a start to his career. #ENGvSL pic.twitter.com/w0h1pIFWQ7
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 21, 2024
তবে শ্রীলঙ্কার ইনিংস ২৩৬ রানে শেষ হওয়ার পর বেন ডাকেট ও ড্যানিয়েল লরেন্স ইংল্যান্ডের শুরুটা ভাল করেন। জ্যাক ক্রলির অভাব বুঝতেই দেননি তাঁরা। ৪ ওভারের মধ্যে তিনটি বাউন্ডারি মারেন তিনি। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২২ রান।