IND vs SL: লজ্জার হার রোহিতদের, ২৭ বছর পর ওয়ান ডে সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা
IND vs SL, 3rd ODI: তৃতীয় ওয়ান ডেতেও লঙ্কা বোলারদের সামনে রীতিমত নাকানিচোবানি খেলেন ভারতের ব্যাটাররা। ২৪৯ রান তাড়া করতে নেমে ১৩৮ রানে অল আউট হয়ে গেল ভারত।
কলম্বো: ১৯৯৭ সালের পর ২০২৪। ২৭ বছর পর ফের ওয়ান ডে আন্তর্জাতিক ফর্ম্য়াটের সিরিজে ভারতকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলে চারিথ আসালাঙ্কার দল। দ্বিতীয় ম্য়াচের মতই তৃতীয় ওয়ান ডেতেও লঙ্কা বোলারদের সামনে রীতিমত নাকানিচোবানি খেলেন ভারতের ব্যাটাররা। ২৪৯ রান তাড়া করতে নেমে ১৩৮ রানে অল আউট হয়ে গেল ভারত।
সিরিজের প্রথম ম্য়াচটি টাই হয়েছিল। সেই ম্য়াচে সুপার ওভার না হওয়ায় ম্য়াচের ফল নির্ধারণ করা যায়নি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে লঙ্কা স্পিনারদের সৌজন্যে ভারতের ব্যাটিং লাইন আপ একেবারে তাসের ঘরের মত ভেঙে পড়ল। দ্বিতীয় ম্য়াচে ভ্যান্ডারসে ও তৃতীয় ম্য়াচে ওয়ালালাগে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাটারদের সামনে। ভারতের বিরুদ্ধে গত বছর ওয়ান ডে ম্য়াচে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। এদিনও মাত্র ২৭ রান খরচ করে পাঁচ উইকেট নিলেন ওয়ালালাগে। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শ্রীলঙ্কার ওপেনিং জুটি আবিষ্কা ফার্নান্ডো ও পাথুম নিশাঙ্কা মিলে দারুণ শুরু করেছিলেন। দুজনে মিলে ৮৯ রান বোর্ডে যোগ করেন। শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন অক্ষর পটেল। ৬৫ বলে ৪৫ রান করে ফিরে যান নিশাঙ্কা। কিন্তু ফার্নান্ডো এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। ভারতীয় বোলারদের সামনে বেশ সাবলীল দেখাল এই তরুণ লঙ্কা ব্য়াটারকে। ১০২ বলে ৯৬ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন আবিষ্কা ফার্নান্ডো। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ৫৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক আসালাঙ্কা মাত্র ১০ রান করেন। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ২৩ রানের ইনিংস খেলে দলের স্কোর ২৪৮ এ পৌঁছে দেন।
ভারতের হয়ে এই সিরিজে ওপেনিং জুটি হিসেবে নামছেন রোহিত শর্মা ও শুভমন গিল। আগের ম্য়াচে রোহিত অর্ধশতরান করেছিলেন। এদিনও শুরুটা ভালই করেছিলেন। তবে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৫ রান করে দুনিথ ওয়ালালাগের প্রথম শিকার হন ভারত অধিনায়ক। গিল ৬ রান করে ফেরেন। বিরাটের ব্যাট চলল না এই ম্য়াচেও। মাত্র ২০ রান করে ওয়ালালাগের শিকার হন তিনিও। মিডল অর্ডারে শ্রেয়স, পন্থ, পরাগ কেউই রান পাননি। ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ৩০ রান করে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ১৩৮ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ২৬.১ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।