SL vs NZ: ১৫ বছরে প্রথমবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার
SL vs NZ Test Series: ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন শ্রীলঙ্কার অধিনায়ক ডি সিলভা।
গল: ঘরের মাঠে নিউজিল্যান্ডকে (SL vs NZ) টেস্ট সিরিজে হারিয়ে দিল শ্রীলঙ্কা (Srilanka Cricket Team)। ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়শ করল দ্বীপরাষ্ট্রটি। ২০০৯ সালের পর প্রথমবার কিউয়িদের হারাল লঙ্কা বাহিনী। ২০২২-২৩ মরশুমে অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হেরেছিল। ২০১৯ সালে ১-১ ড্র করেছিল ২ দল। কিন্তু এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল লঙ্কা বাহিনী। ইনিংস ও ১৫৪ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ধনঞ্জয় ডি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল। অভিষেককারী নিষান পেইরিস একাই ৬ উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ৩৬০ রানে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড। এই হারের ফলে নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সাতে নেমে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও অ্যাওয়ে সিরিজ জিততে পারেনি কিউয়িরা।
ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন শ্রীলঙ্কার অধিনায়ক ডি সিলভা। দীনেশ চান্ডিমল ১১৬ রানের ইনিংস খেলেন। তবে লঙ্কা দলের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন কামিন্দু মেন্ডিস। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। ৪৪ রানের ইনিংস খেলেন ধনঞ্জয় ডি সিলভা। কুশল মেন্ডিস ১০৬ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮৮ রানে অল আউট হয়ে যায় নিউজিল্য়ান্ড। ফলো অনের পর নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল। ডেভন কনওয়ে ৬০ রানের ইনিংস খেলেন। উইলিয়ামসন ৪৬ রান করেন। লোয়ার অর্ডারে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার অর্ধশতরান করলেও দলের হার বাঁচাতে পারেননি। ম্য়াচের সেরা হন কামিন্দু মেন্ডিস। বল হাতে দুর্দান্ত সিরিজের জন্য প্রভাত জয়সূর্য। ম্য়াচে ৯ উইকেট পান তিনি। সমসংখ্যক উইকেট ম্য়াচে পান পেইরিসও।
এদিকে, এই সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা কিছুটা মজবুত করল দ্বীপরাষ্ট্র। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। এই সময়ে দ্বীপরাষ্ট্রের রেটিং পয়েন্ট ৫৫.৫৬ শতাংশ। অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত এখনও পর্যন্ত তালিকায় শীর্ষেই রয়েছে।
আরও পড়ুন: 'দেশের মানুষ ডলি চাওয়ালাকে চেনে, আমাদের চেনেন না..', অভিমানী অলিম্পিক্স পদকজয়ী হার্দিক