Virat Kohli: সচিন ও বিরাটের মধ্যে কে সেরা? আলোচনায় যবনিকা টেনে দিলেন গাওস্কর
Virat Kohli vs Sachin Tendulkar: বিশ্ব ক্রিকেটের যে কোনও একটি ফর্ম্য়াটে সর্বাধিক সেঞ্চুরির মালিক ছিলেন সচিন। টেস্টে ৫১ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার। ওয়ান ডে ফর্ম্য়াটে তাঁর ঝুলিতে ৪৯ শতরান।

রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। নিজের ওয়ান ডে কেরিয়ারের ৫২ তম সেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন কিং কোহলি। ভেঙে ফেলেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। এছাড়াও একাধিক রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন বিরাট। বিশ্ব ক্রিকেটের তিন ফর্ম্য়াটের মধ্যে যে কোনও একটি ফর্ম্য়াটে সর্বাধিক সেঞ্চুরির মালিক ছিলেন সচিন। টেস্টে ৫১ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার। ওয়ান ডে ফর্ম্য়াটে তাঁর ঝুলিতে ৪৯ শতরান।
সচিন ও বিরাটের মধ্যে কে সেরা, সেই বিতর্কে বোধহয় যবনিকা টেনে দিলেন আরেক কিংবদন্তি সুনীল গাওস্কর। তিনি বলছেন, ''ওয়ান ডে ফর্ম্য়াটের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারের নাম বিরাট কোহলি। আমার মনে হয় না এই নিয়ে আর কোনও সন্দেহ আছে। শুধু আমি নই। যারা বিরাটের সঙ্গে বা বিপক্ষে খেলেছে, তারা সবাই একই কথা বলছে। এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্য়াটারের নাম কিং কোহলি।''
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলিকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে আমি কখনই বাড়তি প্রস্তুতিতে বিশ্বাসী ছিলাম না। আমি তো মাথা খাটিয়ে আমার ক্রিকেটটা খেলি। আমার মাথা যতদিন বলবে, আমি খেলা চালিয়ে যাব। আর শরীরচর্চাটা আমি প্রচুর করি, তবে সেটা আর ক্রিকেট খেলার জন্য নয়, ওটা আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। আমার ফিটনেস ঠিক থাকলে এবং মানসিকভাবে আমি বিষয়টা উপভোগ করলে এবং বল দেখে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারা, দ্রুত ছুটতে পারার মতো ঘটানাগুলি ঘটাতে পারলে নিঃসন্দেহেই সবটা ঠিক আছে বলে ধরে নেওয়া যাবে। ব্যাট থেকে রান আসবেই।'
দলের বাকি ক্রিকেটারদের থেকে দিন দু'য়েক আগেই রাঁচিতে চলে এসেছিলেন কোহলি। এই বিষয়ে তিনি জানান, ' আমি আগেও বহুবার বলেছি যে কোথাও খেলতে নামলে আমি নিজের ১২০ শতাংশ নিয়ে নামব। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। দিনের আলোতে দুই সেশন এবং রাতে এক সেশন ব্যাট করেই আমার প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। ম্যাচের আগেরদিন আমি বিশ্রাম করি। কারণ বয়সটা ৩৭ আর আমাকেও তো শরীরের খেয়াল রাখতে হবে। আমি যদি নিজেকে দেখে মনে করি যে আমি বোলারদের শাসন করতে পারব, তাহলে নিঃসন্দেহেই আমি মানসিকভাবে ভাল জায়গায় রয়েছি বলে ধরে নিই এবং শান্তভাবে সেক্ষেত্রে ম্যাচও খেলতে পারি।'




















