Gavaskar On Concussion Sub: কনকাশন সাব বিতর্কে নিজের দেশের ক্রিকেটারের বাউন্সার হজম করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে
India vs England: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের অনেকের মতে, অন্যায় সুবিধা নিয়েছে ভারত। সেই ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথকেও কাঠগড়ায় তুলেছেন অনেকে।

মুম্বই: পুণেতে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাট করার সময় শিবম দুবের হেলমেটে লেগেছিল বল । ব্যাটে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেও, আইসিসি-র নিয়ম মেনে শিবমের কনকাশন সাব হিসাবে হর্ষিত রানাকে (Harshit Rana) খেলায় ভারত । তিন উইকেট নিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন হর্ষিত । যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে । ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের অনেকের মতে, অন্যায় সুবিধা নিয়েছে ভারত । সেই ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথকেও কাঠগড়ায় তুলেছেন অনেকে ।
বিতর্কে এবার ভারতীয় শিবিরের উদ্দেশে তোপ দাগলেন ভারতেরই কিংবদন্তি এক ক্রিকেটার । তিনি, সুনীল গাওস্কর । সানি জানিয়েছেন, ম্যাচ জেতার জন্য কোনও শর্টকাট নেওয়ার দরকার ছিল না ভারতের । গাওস্কর বলেছেন, 'পুণেতে মাথায় চোট পাওয়ার পরেও শিবম দুবে শেষ পর্যন্ত ব্যাট করল । ওর হেলমেটে বল লাগার পরেও মাঠ ছেড়ে উঠে গেল না । তা হলে কীভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়? যদি শিবম সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে উঠে যেত, তা হলে হয়তো বিষয়টা মানা যেত । ওর কনকাশন পরিবর্ত নামানোর সিদ্ধান্তই ভুল । যদি শিবমের পেশিতে টান বা অন্য কোনও চোট লাগত, তা হলে তবু ওর পরিবর্ত নামানো যেত । তবে সেক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং করত । বল নয় ।'
আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে
শিবমের কনকাশন সাব হিসাবে হর্ষিতকে বল করতে নামিয়ে ভারত অন্যায় ভাবে সুবিধা নিয়েছে বলে মনে করেন গাওস্কর । আর তাতেই ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেই মত সানির । গাওস্কর বলেছেন, 'আইসিসি-র নিয়মে আছে, কনকাশন সাব হিসাবে কারও উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার নামাতে হবে । শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া আর কোও মিল নেই । ইংল্যান্ডের তো খারাপ লাগবেই । ওদের সঙ্গে অন্যায় হয়েছে । ভারতীয় দল দুর্দান্ত । ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার পড়ে না । এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি ছেটাল ।'
আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
