Gavaskar On Gambhir: গম্ভীর কি দ্রাবিড়ের মতোই পুরস্কারের বাড়তি টাকা ফিরিয়ে দেবেন? প্রশ্ন কিংবদন্তি গাওস্করের
BCCI: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ৫৮ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

মুম্বই: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দেখানো পথে হাঁটবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)?
প্রশ্ন তুললেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। লিটল মাস্টারের মতে, উদাহরণ তৈরি করেছিলেন দ্রাবিড়। গম্ভীর সেই পথে হাঁটবেন কি না, জানতে চেয়েছেন গাওস্কর।
দ্রাবিড়ের প্রশিক্ষণে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। যে জয়ের পর মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দ্রাবিড় সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি অন্যান্য সাপোর্ট স্টাফেরা যে পুরস্কার অর্থ পাচ্ছেন, সেই মূল্যই নেবেন। বেশি টাকা নেবেন না। দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সকলে।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ৫৮ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটার ও হেড কোচ গৌতম গম্ভীর ৩ কোটি টাকা করে পাবেন বলেও জানানো হয়েছে। সহকারী কোচ ও সাপোর্ট স্টাফেরা মাথা পিছু ৫০ লক্ষ টাকা করে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা ২৫ লক্ষ টাকা করে পাবেন।
গাওস্কর যা নিয়ে নিজের কলামে লিখেছেন, 'টি-২০ বিশ্বকাপ জেতার পরেও বোর্ড থেকে পুরস্কার অর্থ ঘোষণা করা হয়েছিল। বরাবরের টিমম্যান রাহুল দ্রাবিড় তার সতীর্থ সাপোর্ট স্টাফদের থেকে বেশি পুরস্কার অর্থ নিতে অস্বীকার করেছিল। এবং সেই কারণে ওর পুরস্কার অর্থ প্রত্যেকের সঙ্গে সমানভাবে ভাগ করে নিয়েছিল।'
এরপরই গাওস্কর লিখেছেন, 'বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার ঘোষণা করার পর এক সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু বর্তমান কোচের কাছ থেকে আমরা কিছু শুনিনি যে, তিনিও দ্রাবিড়ের পথে হাঁটবেন কি না। নাকি এই ক্ষেত্রে দ্রাবিড় একজন ভাল পথপ্রদর্শক নয়?'
মোট ৫৮ কোটি টাকার মধ্যে ১৫ সদস্যের দলের প্রত্যেক খেলোয়াড়ের ৩ কোটি টাকা করে পাওয়ার কথা। এছাড়াও, ভারতীয় ক্রিকেট বোর্ড এ-ও সিদ্ধান্ত নিয়েছে যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য প্রাপ্ত পুরস্কারের অর্থ (২.২৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকা) শুধুমাত্র ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হবে। অর্থাৎ প্রধান কোচ এবং সাপোর্ট স্টাফদের এই টাকায় কোনও অংশ থাকবে না।
গাওস্কর বোর্ডের প্রশংসা করেছেন। লিখেছেন, 'এটা দারুণ উদ্যোগ । প্রত্যেকের পরিশ্রমের পুরস্কার দিচ্ছে বোর্ড । আইসিসি বিজয়ীদের জন্য যে পুরস্কার অর্থ দেয়, সেটাও বোর্ড ক্রিকেটারদেরই দিয়ে দিচ্ছে ।'




















