Suryakumar Yadav: 'আমার দলের বাকি ১৪ সৈনিক জানে যে আমার ব্যাটে রান এলে...' নিজের ফর্ম নিয়ে কী বললেন সূর্য?
Indian Cricket Team: অনেকে আবার বলেছেন যে বিশ্বকাপের মত টুর্নামেন্টের আগে আচমকা অধিনায়ক বদল করা হলে তা দলের পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে।

মুম্বই: ঠিক যে অফফর্মের কারণে শুভমন গিলকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই একই অফফর্ম নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। এই নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই নির্বাচকমণ্ডলীর সমালোচনা করেছেন। এছাড়া অনেকে আবার বলেছেন যে বিশ্বকাপের মত টুর্নামেন্টের আগে আচমকা অধিনায়ক বদল করা হলে তা দলের পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে। তবে নিজের ব্যাটিং ফর্ম নিয়ে বেশি চিন্তিত নন সূর্যকুমার। তিনি নিশ্চিত যে দ্রুত ছন্দে ফিরবেন। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সূর্য বলছেন, ''আমার বাকি যে ১৪ সৈনিক রয়েছে দলের, তারা আমাকে আগলে রেখেছে। তারা সবাই জানে যে আমি যখন ছন্দে ফিরব, তখন কী হতে পারে। আমি নিজেও আমার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক খাটছি। পরিশ্রম করছি। নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করে যাচ্ছি। আশা করি দ্রুত ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং ফর্ম ফিরিয়ে আনতে পারব মাঠে।''
এই ফর্ম্য়াটে একটা সময়ে ব্যাটিং ক্রমতালিকায় দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মের ধারেকাছে নেই তিনি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোনও অর্ধশতরান নেই ব্যাটে। চলতি বছরে ১৮ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন ১৪ গড়ে। স্ট্রাইক রেট ১২৪ এর নীচে। গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে অপরাজিত ৪৭ রান করেছিলেন। ওটাই তাঁর সর্বোচ্চ রান এই বছর। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টায়েন্টি সিরিজ জিতলেও মাত্র ৩৪ রান করেছেন গোটা সিরিজে। শুধু অধিনায়ক হিসেবে পরপর সাফল্য পেয়েছেন সব সিরিজে। কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট একেবারেই ছিল না। এই পরিস্থিতিতে সূর্যও চাইবেন বিশ্বকাপের আগে রানে ফিরতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজেই। ডানহাতি মুম্বইকর বলছেন, ''খেলা আমাদের অনেক কিছু শেখায়। এখান খারাপ সময়, ভাল সময় দুটোই আছে। আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমরা সবাই চাই ভারতীয় দলকে জেতাতে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহ দিতে, আনন্দ দিতে। আমি নিজের সেরাটা দ্রুত ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব।''
SURYAKUMAR YADAV ON HIS FORM. (PTI).
— Tanuj (@ImTanujSingh) December 21, 2025
- He said "My 14 soldiers are covering it for me. They know that when I will blast, what will happen then. I am very positive & working hard, and I am sure all of you will be like that as well". pic.twitter.com/2GE5ymXd1X




















