Afghanistan vs India Live: বুমরার ভেল্কি, আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় ভারতের
AFG vs IND Match Live Score: আফগানিস্তান শেষ ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হয়। তবে দুই দলই বেশ ভাল ছন্দে রয়েছে।

Background
আফগানিস্তান বনাম ভারত। এই মহারণে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট আটটি বিশ ওভারের ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তাছাড়া বাকি সবকয়টি ম্যাচেই জয় পায় টিম ইন্ডিয়া।
তবে প্রতিপক্ষ হিসাবে আফগানদের কিন্তু বেশ সমীহই করছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কোচ। তিনি বলেন, 'আফগানিস্তানের স্কোয়াড দেখলে হয়তো প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা কমই পাওয়া যাবে। তবে সেটা অন্য ফর্ম্যাটে। আমাদের থেকে ওদের অনেক খেলোয়াড় অনেক বেশি টি-টোয়েন্টি লিগগুলি খেলে। নিজেদের আইপিএল দলেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ওরা। তাই এই ফর্ম্যাটে ওদের কিন্তু হেলাফেলা করা যাবে না। ওরা যোগ্য দল হিসাবেই সুপার এইটে পৌঁছেছে এবং আমরাও ওদের হালকাভাবে একেবারেই নিচ্ছি না। বাকি দলগুলির মতো ওদের বিরুদ্ধে কড়া অনুশীলন এবং পরিকল্পনা নিয়েই মাঠে নামব আমরা।'
দুই দলই এবারের গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতীয় দলের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আফগানিস্তান শেষ ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হয়। তবে দুই দলই বেশ ভাল ছন্দে রয়েছে।
T20 World Cup Live: ১৩৪ রানে অল আউট আফগানিস্তান, জয় ভারতের
১৩৪ রানে অল আউট হল আফগানিস্তান। ৪৭ রানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। ৩ উইকেট নিলেন অর্শদীপ।
T20 World Cup Live: আউট নবীন
পরের বলেই নবীন উল হককেও ফেরালেন তরুণ ভারতীয় পেসার। খাতা খোলার আগেই পন্থের হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন। জয়ের আরও কাছে ভারত।




















