T20 World Cup: 'বিরাট ধামাকার শুধুই অপেক্ষা', কোহলির সমালোচকদের চুপ করিয়ে কী বললেন আয়ুষ্মান?
Ayushman Khurrana On Virat Kohli: রিস টোপলি আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড হয়ে যান কিং কোহলি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি তাহলে এবার কোহলির গুড বাই বলার সময় এসে গিয়েছে?
মুম্বই: সাতটি ইনিংসে নেই একটিও অর্ধশতরান। ওপেনে নেমে একের পর এক ম্যাচ ব্যর্থ হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠছে। প্রশ্ন তোলা হচ্ছে তাঁর ব্যাটিং পজিশন নিয়েও। কেন তিন নম্বর পজিশন থেকে সরিয়ে তাঁকে দিয়ে ওপেন করানো হচ্ছে, তা নিয়েই মূলত আলোচনা হচ্ছে বারবার। তিনি বিরাট কোহলি। ভারতীয় দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও রান নেই কোহলির ব্যাটে। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে আউট হয়ে ফিরে যান তিনি। রিস টোপলি আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড হয়ে যান কিং কোহলি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি তাহলে এবার কোহলির গুড বাই বলার সময় এসে গিয়েছে?
বিরাটের অফফর্ম নিয়ে সমালোচকরা হাজারো প্রশ্ন করলেও তা নিয়ে মাথাই ঘামাচ্ছেন না আয়ুষ্মান খুরানা। সামনেই রশ্মিকা মান্দানা সঙ্গে ভ্যাম্পায়ার্স অফ বিজয় নগর মুক্তি পাবে। ছবির প্রচারে এই মুহূর্তে ব্যস্ত তিনি। তারই ফাঁকে চোখ রাখছেন ভারতের বিশ্বকাপের খেলাগুলোতেও। গতকাল ভারত-ইংল্যান্ড ম্য়াচের পর ভারতের জয় উদযাপনও করেছেন। কিন্তু বিরাট কোহলির মত ক্রিকেটারকে যেভাবে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে, তা একেবারেই মানতে পারছেন না এই বলি তারকা। নিজের সোশ্যাল মিডিয়ায় কিং কােহলির পাশে দাঁড়িয়ে আয়ুষ্মান লিখছেন, ''প্রিয় সমালোচকবৃন্দ। কোহলি একজন কিংবদন্তি ক্রিকেটার। যে কোনও সময়, যে কোনও পজিশনে খেলতে নেমে ধামাকা দেখাতে পারে ওঁ। এটা কিছু সময়ের খারাপ ফর্ম। ওঁর ক্লাস পার্মানেন্ট। তা কিন্তু আলাদা করে বলার কিছু নেই।''
Dear naysayers, Kohli is a legend. He can rock at any position. It’s just a temporary lean patch. His class is permanent. Chill maadi. 💪🇮🇳🩵
— Ayushmann Khurrana (@ayushmannk) June 27, 2024
গোটা টুর্নামেন্টে ওপেনে খেলতে নেমেছিলেন বিরাট। কিন্তু কোনও ম্য়াচেই রান পাননি। অথচ এই বিরাটই গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। মোট ১৫ ম্য়াচে ৭৪১ রান করেছিলেন ডানহাতি তারকা ব্য়াটার। তার মধ্যে ছিল ১টি শতরান ও ৫টি অর্ধশতরান। গড় ছিল ৬১.৭৫। সেখানে ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেনে নেমেই সাফল্য পেয়েছিলেন। কিন্তু দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ওপেনে বারবার ব্যর্থ হচ্ছেন। তবে কি ফাইনালের আগে টিম ম্য়ানেজমেন্ট বিরাটকে তিনে পাঠানাের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে?