BAN vs AFG: লক্ষ্যমাত্রা ১১৬, আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে কোন অঙ্কে জিতলে সেমিতে পৌঁছবে বাংলাদেশ?
T20 World Cup 2024: বাংলাদেশের বোলারদের আঁটোাঁটো বোলিংয়ের সামনেই সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না আফগানিস্তানের অন্যান্য ব্যাটাররা। বিশেষ করে দলের মিডল অর্ডার পুরো ধসে পড়ল।
কিংস্টোন: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, অল্প সুযোগ, কিন্তু তাঁরা চাইছেন তা কাজে লাগাতে। এই ম্যাচ শুরুর আগে প্রায় প্রত্যেকেই বলেছিলেন যে আফগানিস্তান এই ম্য়াচে ফেভারিট থেকেই মাঠে নামবে। শুরুটা গুরবাজ ও জাদরানের ওপেনিং জুটি বেশ ভালই করেছিলেন। কিন্তু বাংলাদেশের বোলারদের আঁটোাঁটো বোলিংয়ের সামনেই সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না আফগানিস্তানের অন্যান্য ব্যাটাররা। বিশেষ করে দলের মিডল অর্ডার পুরো ধসে পড়ল। মাত্র ১১৫ রানেই আটকে গেল আফগানিস্তান। তবে রশিদদের ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টি শুরু হয় সেন্ট ভিনসেন্টে।
এই ম্য়াচ যদি বৃষ্টিতে পুরো ভেস্তে যায়, তবে কিন্তু আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া তিন ম্যাচ খেলে ১টি ম্য়াচ জিতেছে সুপার এইটে। আর আফগানিস্তান আজ জিতলে সুপার এইটে দ্বিতীয় জয় হবে তাঁদের। অন্যদিকে বাংলাদেশ এখনও সুপার এইটে জয়ের মুখ খুলতে পারেনি। তবে টাইগারদেরও সুযোগ থাকছে সেমিতে পৌঁছানোর। সেক্ষেত্রে একটাই অঙ্ক ১৩ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে বাংলাদেশকে। তবে তার জন্য ১৩ ওভার খেলতেই হবে বাংলাদেশকে। আবার ১৩ ওভারের পর যদি জেতে বাংলাদেশ, তাহলে অবশ্য সেমিতে যাওয়া হবে না তাদের। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু এই সব অঙ্কই বদলে যাবে যদি বৃষ্টির জন্য আর খেলা শুরুই না হয়। কারণ সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলেই আফগানিস্তানের পয়েন্ট অস্ট্রেলিয়া ও বাংলাদেশের থেকে বেশি হয়ে যাবে। তারা দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ঢুকে পড়বে। ভারত আগেই সুপার এইটে পরপর তিন ম্যাচ জিতে সেমিতে জায়গা করে নিয়ছে গ্রুপ শীর্ষে থেকে।
এদিকে, এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শুরুতে গুরবাজ ও জাদরান মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বেশ ভালভাবেই। আফগান শিবিরে আঘাত হানেন রিষাদ। তাঁর বলেই ১৮ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইব্রাহিম জাদরান। অন্য়দিকে গুরবাজ অবশ্য বেশ ভালই ক্রিজে সেট হয়ে খেলছিলেন। কিন্তু ৫৫ বলে ৪৩ রান করে তিনিও রিষাদের শিকার হয়ে যান। এরপর মিডল অর্ডার একেবারেই পারফর্ম করতে পারেনি আফগানিস্তানের। বাংলাদেশ বোলারদের মধ্য়ে তাসকিন ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১ উইকেট নেন। মুস্তফিজুর রহমন ৪ ওভারে ১৭ রান খরচ করে ১ উইকেট নেন। রিষাদ নিজের ৪ ওভারের স্পেলে ২৬ রান খরচ করে ৩ উইকেট নেন।