IND vs AUS: টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া, রোহিতদের চিন্তা বাড়িয়ে দলে ভয়ঙ্কর পেসার
T20 World Cup 2024: সোমবারের ম্য়াচে মহাগুরুত্বপূর্ণ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। জানিয়ে দিলেন, তাঁরা পরে ব্যাট করে রান তাড়া করার কৌশল নিচ্ছেন।
![IND vs AUS: টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া, রোহিতদের চিন্তা বাড়িয়ে দলে ভয়ঙ্কর পেসার T20 World Cup 2024 IND vs AUS India sent to bat first by Mitchell Marsh after winning toss in India vs Australia super eight clash IND vs AUS: টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া, রোহিতদের চিন্তা বাড়িয়ে দলে ভয়ঙ্কর পেসার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/07ed8293d06cdc31345bad6257f5d8d2171923851338250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সেন্ট লুসিয়া: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে কার্যত পৌঁছে গিয়েছে ভারত। কার্যত কথাটা লিখতে হচ্ছে কারণ, অলৌকিক কিছু হলে ছিটকেও যেতে পারে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে সোমবার বিরাট ব্যবধানে ভারত হারলে, আর বাংলাদেশকে বড় ব্যবধানে আফগানিস্তান হারিয়ে দিলে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান, তিন দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে রান রেটে পিছিয়ে পড়ে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে রোহিত শর্মাদের (Rohit Sharma)।
সোমবার সেন্ট লুসিয়ায় তাই বড় ম্যাচ। ভারত জিতলে সেমিফাইনাল নিশ্চিত। হারলেও তা স্বল্প ব্যবধানে হলে সেমিফাইনালে খেলা আটকাবে না। তবে অস্ট্রেলিয়ার কাছে মরণ-বাঁচন পরিস্থিতি। সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে। নচেৎ সেমিফাইনালে ভারতের সঙ্গে পৌঁছে যাবে আফগানিস্তান।
সোমবারের ম্য়াচে মহাগুরুত্বপূর্ণ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। জানিয়ে দিলেন, তাঁরা পরে ব্যাট করে রান তাড়া করার কৌশল নিচ্ছেন। যাতে রান রেট ভাল করার সুযোগও পাওয়া যায়। এগনো যায় অঙ্ক কষে। টস জিতে মার্শ বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে দারুণ লাগছে। রানের পিচ মনে হচ্ছে। আমাদের কাছে এই ম্যাচ কোয়ার্টার ফাইনালের মতো। মাঠে নামতে মুখিয়ে রয়েছি। ভারতের বিরুদ্ধে খেলা সব সময়ই বড় চ্যালেঞ্জ। আগেও আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। আমাদের দলে অনেক অভিজ্ঞ মুখ। দারুণ দল।'
পাশাপাশি তিনি জানান, এই ম্যাচে স্পিনার অ্যাশটন আগরের পরিবর্তে খেলছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতার কথা সকলেরই জানা। সেই সুযোগই কাজে লাগাতে চেয়েছে অস্ট্রেলিয়া।
A look at our Playing XI 💪 🔽
— BCCI (@BCCI) June 24, 2024
Follow The Match ▶️ https://t.co/L78hMho6Te#T20WorldCup | #TeamIndia | #AUSvIND pic.twitter.com/e6rZgs2rb0
রোহিত টসের পর জানান, ভারতীয় দলে কোনও পরিবর্তন হচ্ছে না। বলেন, 'আমরাও টস জিতলে প্রথমে ফিল্ডিং করে নিতাম। উইকেট দেখে মনে হচ্ছে বল পড়ে থমকে আসবে। আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। নিজেদের সেরাটা দেব। আশা করছি উইকেট দুই ইনিংসে সমান থাকবে। আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। এই টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর! বিশ্বকাপের মাঝেই স্যুইমিং পুলে ডুবে মৃত্যু ইরফান পাঠানের মেকআপ আর্টিস্টের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)