IND vs BAN Innings Highlights: রোহিতের তৈরি মঞ্চে ঝোড়ো ব্যাটিং হার্দিক-পন্থদের, বাংলাদেশের বিরুদ্ধে ভারত তুলল ১৯৬/৫
T20 World Cup 2024: চলতি টি-২০ বিশ্বকাপে বড় রানের আকাল। তবে রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বুঝিয়ে দিলেন, তাঁরা আক্রমণের রাস্তা থেকে সরবেন না।
অ্যান্টিগা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) যে তিন দল এখনও পর্যন্ত অপরাজিত, তাদের মধ্যে রয়েছে ভারত (IND vs BAN)। শনিবার তাদের লড়াই আবার এমন একটা দলের বিরুদ্ধে, যারা টি-২০ বিশ্বকাপে কোনওদিন ভারতকে হারাতে পারেনি। তা সত্ত্বেও টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, কম রানে প্রতিপক্ষকে আটকে রাখাই তাঁদের পরিকল্পনা। আর সেই কারণেই শুরুতে ফিল্ডিং করে নেওয়ার সিদ্ধান্ত।
যদিও বাংলাদেশের সেই পরিকল্পনায় ধাক্কা দিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে তুললেন ১৯৬/৫। চলতি টি-২০ বিশ্বকাপে বড় রানের আকাল। তবে রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বুঝিয়ে দিলেন, তাঁরা আক্রমণের রাস্তা থেকে সরবেন না। ১১ বলে ২৩ রান করে বেপরোয়া শট খেলতে গিয়ে আউট হলেন রোহিত। তবে ইনিংসের রিংটোনটা যেন সেট করে দিয়ে গেলেন ভারত অধিনায়ক। যে সুরে বাজলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যরা।
২৭ বলে হাফসেঞ্চুরি হার্দিক পাণ্ড্যর। একটা সময় টি-২০ বিশ্বকাপের দলে হার্দিককে রাখা হবে কি না, তা নিয়ে ছিল প্রশ্ন। এদিনের ঝোড়ো ইনিংসে যেন সব প্রশ্নের জবাব দিলেন হার্দিক। শেষ বলে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ২৭ বলে ৫০ রান করে অপরাজিত রইলেন তিনি।
বিরাট কোহলি চলতি টি-২০ বিশ্বকাপে রান পাচ্ছিলেন না। তবে এদিন রোহিতের সঙ্গে মিলে ভারতের ইনিংসের শুরুটা ভাল করেন। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন কোহলি। চলতি টি-২০ বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করছেন পন্থ। ২৪ বলে ৩৬ রান করে যান তিনি। যদিও আগ্রাসী শট খেলতে খেলতে আচমকা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ স্যুইচ হিট করতে গিয়ে আউট হন পন্থ।
A determined half-century from vice-captain Hardik Pandya 💪
— BCCI (@BCCI) June 22, 2024
He remains unbeaten on 50* off 27 deliveries, including 3 Sixes 💥
Follow The Match ▶️ https://t.co/QZIdeg3h22 #T20WorldCup | #TeamIndia | #INDvBAN | @hardikpandya7 pic.twitter.com/nlN1IMkQYI
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নজরকাড়া শিবম দুবে ২৪ বলে ৩৪ রান করেন। তবে ভারতের রানকে দুশোর দোরগোড়ায় নিয়ে যান হার্দিকই। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। ভারতীয় বোলারদের বিরুদ্ধে এবার পরীক্ষা বাংলাদেশের ব্যাটিংয়ের।
আরও পড়ুন: হালাল মাংস অমিল, বাধ্য হয়ে নিজেদের খাবার নিজেরাই রাঁধছেন আফগান ক্রিকেটারেরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।