T20 World Cup 2024: স্বজনপোষণ করতে গিয়েই লাটে উঠেছে পাক ক্রিকেট, তুলোধনা করলেন প্রাক্তন অধিনায়ক
Pakistan Eliminated: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাবর আজ়মদের বিদায়ের পর এবার বোমা ফাটালেন সেই রামিজ় রাজা (Ramiz Raja)। সাফ জানিয়ে দিলেন, স্বজনপোষণ করতে গিয়েই পাকিস্তান ক্রিকেট শেষ!
করাচি: পাকিস্তানের (Pakistan Cricket Team) ক্রিকেট প্রশাসনের মসনদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্রুপ পর্ব থেকে বাবর আজ়মদের বিদায়ের পর এবার বোমা ফাটালেন সেই রামিজ় রাজা (Ramiz Raja)। সাফ জানিয়ে দিলেন, স্বজনপোষণ করতে গিয়েই পাকিস্তান ক্রিকেট শেষ!
শুক্রবার আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড ম্যাচ ভেস্তে যেতেই নিশ্চিত হয়ে যায় যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিজায় নিতে হবে পাকিস্তানকে। শেষ ম্যাচে কানাডাকে হারালেও ৪ পয়েন্টে আটকে যাবেন বাবর আজ়মরা। যা সুপার এইটের জন্য যথেষ্ট হবে না। গ্রুপ এ-তে ৩ ম্যাচের তিনটি জিতে এমনিতেই সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারত। ৬ পয়েন্ট রোহিত শর্মাদের। আমেরিকার ঝুলিতে ৫ পয়েন্ট।
গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যেতেই খড়্গহস্ত প্রাক্তনীরা। ওয়াসিম আক্রম থেকে শুরু করে মহম্মদ হাফিজ, সকলেই তুমুল সমালোচনা করেছেন পাক দলের। আর রামিজ় জানিয়ে দিয়েছেন, স্বজনপোষণ করতে গিয়েই লাটে উঠেছে পাক ক্রিকেট।
রামিজ় বলেছেন, 'নিজেদের পছন্দের লোক খেলিয়ে খেলিয়ে দলটাকে লাটে তুলে দিয়েছে। টি-২০ বিশ্বকাপে মুখরক্ষার জন্য বয়স্ক, অবসর নিয়ে ফেলা ক্রিকেটারদের আনা হচ্ছে দলে। বিশ্বকাপ বলে তরুণ প্রতিভাদের বাদ দেওয়া হচ্ছে। অভিজ্ঞতার দোহাই দিয়ে বয়স্ক ক্রিকেটারদের খেলিয়ে দলের সর্বনাশ করে দেওয়া হচ্ছে।'
Dilemma of Pakistan cricket * Higher officials take credits not responsibility* #PakistanCricket
— Mohammad Hafeez (@MHafeez22) June 14, 2024
এখানেই থেমে না থেকে রামিজ় বলেছেন, 'এভাবে কোনও দল চলে নাকি! আগেও এই পন্থা অবলম্বন করে দেখেছি। লাভ হয়নি। ২০০৩ সালের বিশ্বকাপের সময়ই সব তারকা ক্রিকেটারদের ফেরানো হয়েছিল। ভেবেছিলাম তাতে কাজ হবে, দলের উপকার হবে। কিন্তু সকলেই ছিল বয়স্ক। পাকিস্তানের বিপর্যয় হয়েছিল ম্যাচে।'
It’s very Saddening , heartbreaking and embarrassing to watch Pakistan Team exit from the super 8 of the T20 World Cup tournament. I really believe that we need to put Pakistan first before we take any actions and decisions and we should all reflect on each mistake we made, as…
— Saqlain Mushtaq (@Saqlain_Mushtaq) June 14, 2024
আরও পড়ুন: এবার বলির পাঁঠা খোঁজা হবে, পাকিস্তানের বিপর্যয়ে তোপ প্রাক্তন অধিনায়কের