Rohit Sharma Century: রোহিত যখন অগ্নি-শর্মা, ছক্কার কীর্তি গড়ে ছিন্নভিন্ন করলেন অস্ট্রেলিয়ার বোলিং
T20 World Cup 2024: ক্রিস গেলের একটি রেকর্ড ভেঙে অভিনব কীর্তি গড়লেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে কোনও এক দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির।
সেন্ট লুসিয়া: তিনি তখন বীর বিক্রমে ব্যাটিং করে চলেছেন। মিচেল স্টার্ক হোক বা প্যাট কামিন্স, তাঁর হাত থেকে কারও নিস্তার নেই। পরিসংখ্যানের ছড়াছড়ি। পরিসংখ্যানবিদদেরও নিঃশ্বাস ফেলার জো নেই। এই একটি পরিসংখ্যান দিচ্ছেন, তো পরের মুহূর্তেই সেই রেকর্ডও ভেঙে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
বিরাট কোহলি (Virat Kohli) শূন্য রানে আউট। অথচ রোহিত একাই একশো। তাঁর ব্যাটের চাবুকে জব্দ হয়ে গেল অস্ট্রেলিয়ার (India vs Australia) বোলিং। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন। ৪১ বলে ৯২ রান করে ফিরলেন রোহিত। ৭ চার ও ৮ ছক্কায় সাজানো তাঁর ইনিংস।
ক্রিস গেলের একটি রেকর্ড ভেঙে অভিনব কীর্তি গড়লেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে কোনও এক দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল গেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৩০টি ছক্কা মেরেছিলেন গেল। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ফর্ম্যাটে ১৩২ টি ছক্কা হয়ে গেল হিটম্যানের।
২০১০ সালে টি-২০ বিশ্বকাপে ব্রিজটাউনে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। সেটাই এতদিন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ স্কোর ছিল। এদিন সেই রেকর্ডও ভেঙে দিলেন রোহিত।
𝗥𝗼𝗵𝗶𝘁 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮 𝗦𝗵𝗼𝘄 ✨#TeamIndia cross the 💯 mark@surya_14kumar joins the Captain in the middle 👍
— BCCI (@BCCI) June 24, 2024
Follow The Match ▶️ https://t.co/L78hMho6Te#T20WorldCup | #AUSvIND | @ImRo45
📸 ICC pic.twitter.com/2g5GwYOQew
ভেঙে গেল যুবরাজ সিংহের একটি রেকর্ডও। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেই বিখ্যাত ম্যাচে ৭ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। যে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। সোমবার সেন্ট লুসিয়াতে ৮ ছক্কা মারলেন রোহিত। টি-২০ বিশ্বকাপের কোনও এক ম্যাচে এটাই কোনও ভারতীয় ব্যাটারের মারা এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।
আরও পড়ুন: গোল করে আকাশের দিকে হাত তুলে কাকে খোঁজেন মেসি? জন্মদিনে অজানা গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।