T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ পাকিস্তান ম্যাচে হামলার ছক কষা হয়েছিল! বিস্ফোরক দাবি রোহিত শর্মার
Rohit Sharma: রোহিত শর্মা জানান পাকিস্তান ম্যাচের দুই দিন আগে থেকে তাঁদের হোটেলের বাইরে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়।

নয়াদিল্লি: আজ ২৯ জুন, এই দিনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ম্মরণীয় হয়ে রয়েছে। এই দিনেই ঠিক এক বছর আগে ভারতীয় পুরুষ ক্রিকেট দল দ্বিতীয়বারের জন্য় টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জয়ী হয়। সেই টুর্নামেন্ট শেষেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। টেস্টেও অবসরের পর আপাতত রোহিতের কাছে পিছন ফিরে তাকানোর খানিকটা সময় রয়েছে।
রোহিত এর আগে বরাবরই দাবি করে এসেছেন ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ আর সাধারণ ম্য়াচগুলির মতোই। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ যে একেবারেই আর পাঁচটি সাধারণ ম্যাচের মতো নয়, সেটা এখন মেনে নিচ্ছেন রোহিত। পাশাপাশি রোহিত জানান গত বছর পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ওপর হামলা হওয়ার সম্ভাবনা ছিল।
তিনি JioHotstar-কে এক সাক্ষাৎকারে বলেন, 'ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে আমাদের জানানো হয় আমাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাই ম্যাচের দুই দিন আগে থেকে আমাদের হোটেলের বাইরে বের হওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ম্যাচ ঘিরে উন্মাদনার পরিবেশ তখন থেকেই শুরু হয়। আমরা খাবার অর্ডার করছিলাম, কিন্তু গোটা হোটেলটা এতটাই ঠাসা ছিল যে কেউ হেঁটে পর্যন্ত আসতে পারছিলেন না। সমর্থক থেকে মিডিয়া, সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এই সময়েই বোঝা যায় যে এইটা আরেকটা সাধারণ ম্যাচ নয়, বিশেষ কিছু হতে চলেছে। আর মাঠের কাছে পৌঁছতেই তো আবহাওয়াটাই বদলে যায়।ভারত, পাকিস্তান, দুই দেশের সমর্থকরাই গান, নাচ করছিলেন। গোটাটাই যেন এক উৎসবে রূপান্তরিত হয়ে যায়।'
রোহিত আরও যোগ করেন, 'আমি এতগুলো ভারত বনাম পাকিস্তানের ম্যাচ খেলে ফেলেছি যে এখন আর সংখ্যাটা মনে পর্যন্ত নেই। তবে প্রাক ম্যাচের আগে ওই এনার্জি, উত্তেজনা, উন্মাদনা, ওটা আলাদাই। ওটার সঙ্গে আর কোনওকিছুর তুলনা করা যায় না, সম্ভব নয়।'
ভারত বনাম পাকিস্তানের ওই ম্যাচে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলে। ঋষভ পন্থ ৪২ রানের ইনিংস খেললেও ভারতীয় দল মাত্র ১১৯ রান তুলতে সক্ষম হয়। হাতে একেবারেই অল্প রানের পুঁজি ছিল। পাকিস্তান দলই ম্যাচে এগিয়ে ছিলেন। তবে ভারতীয় দলের হাতে ছিল তুরুপের তাস। তিনি আর কেউ নন যশপ্রীত বুমরা। তিন উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে ছয় রানে ম্য়াচ জিততে সাহায্য করেন বুমরা।




















