Rohit Sharma: 'ভাষা হারিয়েছি', ভারতীয় ক্রিকেটের নতুন সকালে সমর্থকদের বার্তা রোহিতের
T20 World Cup 2024: চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। হার্দিকের শেষ বলের পর মাঠে লুটিয়ে পড়া, বারবার থাপড় মারা।
বার্বাডোজ: তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেছেন। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তিনিই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) তৃতীয় অধিনায়ক যার হাতে শিরোপা উঠেছে। দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। হার্দিকের শেষ বলের পর মাঠে লুটিয়ে পড়া, বারবার থাপড় মারা। চোখে জল নিয়ে রোহিতের বিভিন্ন মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
রোহিত নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে মাঠেই শুয়ে আছেন তিনি। দেখে মনে হবে যেন কত শান্তির ঘুম দিচ্ছেন। সত্যিই তো গত এক বছরে তিনবার আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে। শনিবারের রাতটা তাই জীবনে কোনওদিনই ভুলতে চাইবেন না। অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতাতে চান, এই স্বপ্ন দেখে এসেছিলেন। এবার সেই স্বপ্নপূরণ হয়েছে রোহিতের। ছবির সঙ্গে পোস্টে তিনি লিখছেন, ''এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি এই ছবিটা তার প্রতীক। আমার অনেক শব্দ আছে, কিন্তু গতকাল আমার কাছে কী ছিল সেটা বোঝানোর জন্য আমি সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। তবে আমি আমার অনুভূতি শেয়ার করব এবং আমি সেগুলি ভাগ করে নেব। এই মুহূর্তে আমি কোটি কোটি মানুষের স্বপ্নপূরণ উপভোগ করছি।''
View this post on Instagram
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। কিন্তু নিজে সেদিন রান পাননি। পন্থও খাতা খুলতে পারেননি। কিন্তু গোটা টুর্নামেন্টে অফফর্মে থাকা বিরাট কোহলি সেদিন অর্ধশতরানের ইনিংস খেলেন।