T20 World Cup: তুই আবার কবে ব্যাট করলি? আমি অধিনায়ক হয়েও জানলাম না তো? কুলদীপকে বললেন রোহিত
Rohit On Kuldeep: খোশমেজাজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খুনসুটি করলেন দলের স্পিন অস্ত্র কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে।
নিউ ইয়র্ক: দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে খোশমেজাজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খুনসুটি করলেন দলের স্পিন অস্ত্র কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে।
টি-২০ বিশ্বকাপের প্রচারের জন্য একটি শ্যুট চলছিল। সেই সময়ে একটি বিশেষ ব্যবস্থা ছিল। কুলদীপকে আইসিসি-র ওয়ান ডে দলের সেরা ক্যাপ উপহার দিতে বলা হয়েছিল রোহিতকে। রোহিত তাতে রাজিও হয়ে যান। ভারতের চায়নাম্যান স্পিনারের হাতে ক্যাপটি তুলে দেন রোহিত। তার পর বলেন, 'একজন দুর্দান্ত খেলোয়াড়কে এই দুর্দান্ত ক্যাপটি উপহার দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। যে শুধু টিম ইন্ডিয়ার নয়, গোটা বিশ্ব ক্রিকেটের সম্পদ হয়ে উঠেছে, সেই কুলদীপকে নিয়ে আমরা সত্যিই গর্বিত।'
জবাবে লাজুক হেসে কুলদীপ বলেন 'ধন্যবাদ, রোহিত ভাই।' কুলদীপের লাজুক আচরণ দেখে রোহিত জিজ্ঞেস করেন, 'তুমি কি কিছু বলতে চাও?' প্রথমে রাজি হননি কুলদীপ। তখন রোহিত তাঁকে জোর করে বলেন, 'তোমার কিছু বলা উচিত।' অধিনায়ক জোর করায় কুলদীপ বলেন, 'আমার বেশি কিছু বলার নেই। মানে গত বছর ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই আমার একটি দুর্দান্ত মরশুম কেটেছে।'
তাতেই শুরু হয় রোহিতের খুনসুটি। চমকে উঠে জিজ্ঞেস করেন, 'ব্যাট?' কুলদীপ থতমত খেয়ে বলেন, 'হ্যাঁ।' রোহিত আবার জিজ্ঞেস করেন, 'কবে?' কুলদীপ কথার খেই হারিয়েছেন ততক্ষণে। রোহিত পাল্টা চেপে ধরে জানতে চান, 'কখন? কবে?' কুলদীপ রাখঢাক না করে বলে দেন, 'টেস্ট সিরিজে।' রোহিত তখন বলেন, 'এটা তো ওয়ান ডে-র জন্য স্বীকৃতি।'
কুলদীপ বলেন, 'তবে আমি ব্যাট দিয়েও পারফর্ম করেছি, আর গত বছর বিশ্বকাপের সময়েও আমি বল হাতে সত্যিই ভাল করেছিলাম।' রোহিত তখন হাসতে হাসতে জবাব দেন, 'আমি এই দলের অধিনায়ক। আমি ওকে কখনও ব্যাট করতে দেখিনি। তাই, আমি জানি না ও কী নিয়ে কথা বলছে।' মুচকি হেসে কুলদীপ বলেন, 'ধন্যবাদ, রোহিত ভাই।' রোহিত ও কুলদীপের মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।