T20 World Cup 2024: বাড়তি চাপ নেই, তবে পাক মহারণের আগে টিম কম্বিনেশন নিয়ে বড় বয়ান রোহিতের
IND vs PAK T20: ওয়াঘার পাড়ে সমালোচনার ঝড় বইছে বাবরদের নিয়ে। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কোনও দলই ফেভারিট হয় না। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মা।
নিউ ইয়র্ক: ২২ গজের সবচেয়ে হাইভোল্টেজ মহারণ মানা হয়। আগামীকাল আরও একবার ক্রিকেট যুদ্ধে ভারত-পাকিস্তান। আরও একবার টস করতে নামবেন রোহিত শর্মা-বাবর আজম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে সহজ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। অন্য়দিকে নিজেদের প্রথম ম্য়াচেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার বিরাট ধাক্কা দিয়েছে পাকিস্তান দলকে। ওয়াঘার পাড়ে সমালোচনার ঝড় বইছে বাবরদের নিয়ে। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কোনও দলই ফেভারিট হয় না। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মা। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সেই কথাই মনে করিয়ে দিলেন ভাত অধিনায়ক।
সাংবাদিক বৈঠকে রোহিত
নিজেদের পরিকল্পনা
রোহিত: ভাল ক্রিকেট খেলাই আমাদের উদ্দেশ্য। আমরা এখানকার পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেই মত পরিকল্পনাও সারছি। নিজেদের সেরাটা দিতে সবাই তৈরি। আমাদের ড্রেসিংরুমে প্রচুর অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তাঁদের মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে দলের স্বার্থে।
বিরাট কোহলির অভিজ্ঞতা
রোহিত: আমি কখনওই চাইব না যে কেউ একার ঘাড়ে দায়িত্ব নিয়ে ম্য়াচ জেতাক। ক্রিকেট দলগত খেলা। প্রত্যেককে ভাল পারফর্ম করতে হবে। বিরাট বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচেও রান আসেনি ওঁর ব্যাটে। কিন্তু আমরা জানি যে কোন পর্যায়ের অভিজ্ঞতা ওঁর রয়েছে। তা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।