USA vs IND Match Highlights: শুরুর কাঁপুনি থামিয়ে ৭ উইকেটে জয়, সুপার এইটে পৌঁছে গেল ভারত
T20 World Cup 2024: লক্ষ্য মাত্র ১১১। আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের। সৌরভ নেত্রাভালকরের বলে বিরাট কোহলি-রোহিত শর্মারা শুরুতেই আউট। ম্যাচ জেতাল সূর্য-শিবম জুটি।
নিউ ইয়র্ক: লক্ষ্য মাত্র ১১১। আর তা তুলতে গিয়েই কি না থরহরিকম্প ভারতীয় ব্যাটিংয়ের। সৌরভ নেত্রাভালকরের বলে বিরাট কোহলি শূন্য রানে উইকেটের পিছনে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে। ৩ রানে শেষ রোহিত শর্মার (Rohit Sharma) জারিজুরি। ঘাতক সেই সৌরভ। ১৮ রানে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থের মিডল স্টাম্প যেভাবে আলি খান দু'টুকরো করে দিলেন, দেখলে শিউরে উঠবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (IND vs USA)।
আমেরিকার বিরুদ্ধে কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২২ রানে যাঁর ক্যাচ ফেলেছিলেন সৌরভই। ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন স্কাই। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম হাফসেঞ্চুরি। তাঁকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোপ্পা ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য ৩৫ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ম্যাচ জেতালেন। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। পৌঁছে গেল সুপার এইটে।
ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় বোলারদের দাপট। বিশেষ করে অর্শদীপ সিংহের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ। সব মিলিয়ে ৪ ওভারে মাত্রক ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-২০ কেরিয়ারের সেরা বোলিং ফিগার অর্শদীপের। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। প্রথমে ব্যাট করে আমেরিকা ১১০/৮ স্কোরে আটকে যায়।
2️⃣ more points in the 💼 🥳 #TeamIndia seal their third win on the bounce in the #T20WorldCup & qualify for the Super Eights! 👏 👏
— BCCI (@BCCI) June 12, 2024
Scorecard ▶️ https://t.co/HTV9sVyS9Y#USAvIND pic.twitter.com/pPDcb3nPmN
কিন্তু নিউ ইয়র্কের পিচে যে রান তোলা কতটা কঠিন, ফের একবার প্রমাণিত হল বুধবার। রান তাড়া করতে নেমে কোহলি, রোহিত, পন্থরা ব্যর্থ। একটা সময় ২৫/৩ হয়ে গিয়েছিল স্কোর। সেখান থেকে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ৬৫ বলে ৬৭ রান যোগ করে দলকে জেতান সূর্য ও শিবম। ৪৯ বলে ৫০ সূর্যকুমারের। টি-২০ বিশ্বকাপে যা বলের বিচারে যুগ্মভাবে তৃতীয়ন মন্থরতম। তবে কার্যকারিতায় পাহাড়সম। রোহিতদের শিবিরে স্বস্তি ফেরাল সূর্যর ব্যাটই। ৭ উইকেটে ম্যাচ জিতে তিনে তিন করল ভারত।