T20 World Cup 2024: 'খেলোয়াড় হিসাবে তো ট্রফি জিততে পারিনি...' টি-২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন কোচ দ্রাবিড়?
Rahul Dravid: ২০০৭ সালে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চরম হতাশায় অধিনায়ক দ্রাবিড়কে ফিরে যেতে হয়েছিল। সেই দ্বীপপুঞ্জেই কোচ দ্রাবিড় পেলেন বিশ্বজয়ের স্বাদ।
বার্বাডোজ: ১৩ মাসে দুইবার কাছে এসেও শেষ ধাপে ব্যর্থ হয়েছে দল। তবে শেষটা মিষ্টিমধুর হল। কোচ হিসাবে তাঁর শেষ ম্যাচে বিশ্বকাপ জিতল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পরেই কোচ রাহুল দ্রাবিড়কে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বজয়ের পর রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কৃতজ্ঞতা জানালেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'খেলোয়াড় হিসাবে তো আমার ট্রফি জয়ের সৌভাগ্য হয়নি। তবে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই দলকে কোচিং করানোর সুযোগ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই দলের ক্রিকেটাররা আমায় ট্রফি জেতার সুযোগ করে দেওয়াটা আমার কাছে দারুণ সৌভাগ্যের।'
২০০৭ সালে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চরম হতাশায় অধিনায়ক দ্রাবিড়কে ফিরে যেতে হয়েছিল। সেই দ্বীপপুঞ্জেই কোচ দ্রাবিড় পেলেন বিশ্বজয়ের স্বাদ। 'পোয়েটিক জাস্টিস' হয়তো এটাকেই বলে। ট্রফি জয়ের পর গোটা ভারতীয় দল বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কোচ দ্রাবিড়কে কাঁধে তুলে নেন। তবে ব্যক্তিগতভাবে দ্রাবিড় কিন্তু এই 'শাপমোচনের' তত্ত্বে একেবারেই বিশ্বাসী নন। 'এই অনুভূতিটা দুর্দান্ত। তবে এতে আমার শাপমোচন বা এমনকিছু হয়েছে বলে বিশ্বাস করি না। আমার কাজই এটা এবং আমি শুধুমাত্র নিজের কাজটাই করছিলাম। আমি রোহিত এবং ওর দলের সঙ্গে কাজ করাটা খুবই উপভোগ করি। এই গোটা সফরটা দারুণ ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।' দাবি দ্রাবিড়ের।
বার্বাডোজে কোচ দ্রাবিড়ের পাশাপাশি বিশের আন্তর্জাতিক ফর্ম্যাটে ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার সফরও শেষ হয়েছে। অবসর নিয়েছেন তিনি। ভারতীয় অধিনায়ক প্রসঙ্গে বিদায়ী কোচ বলেন, 'আমি ব্যক্তি রোহিত শর্মাকে মিস করব। ও মানুষ হিসাবে যেমন, সেটাই আমায় সবথেকে বেশি প্রভাবিত করে। আমায় যে সম্মানটা দেখিয়েছে, দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে, তা বাহবা পাওয়ার যোগ্য। প্রচুর পরিমাণ খাটনি করতে হলেও, ও কোনদিন পিছু হটেনি। তাই মানুষ রোহিতকেই আমি সবথেকে বেশি মিস করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বার্বাডোজে বিরাটের স্বপ্নপূরণর দিনে উদ্বিগ্ন কোহলি-কন্যা! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অনুষ্কা?