T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে জিওস্টারের সঙ্গে বিচ্ছেদ? তুমুল জল্পনার পর কী বিবৃতি দিল আইসিসি?
Jiostar ICC: জিও স্টারের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছে আইসিসি? তুমুল জল্পনা চলছে কয়েকদিন ধরেই।

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আর বেশিদিন বাকি নেই। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ। ভারতের সামনে যে টুর্নামেন্ট খেতাব রক্ষার লড়াইও।
সেই টুর্নামেন্টের সম্প্রচার ঘিরে জটিলতা? জিও স্টারের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছে আইসিসি? তুমুল জল্পনা চলছে কয়েকদিন ধরেই। অবশেষে এ নিয়ে বিবৃতি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যে সংস্থার মসনদে আবার জয় শাহ।
গোটা জল্পনাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিল আইসিসি। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল যে, জিও স্টার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার এবং লাইভ স্ট্রিম করতে অস্বীকার করেছে। গত কয়েক দিন ধরে এই গুজব চরম আকার ধারণ করেছিল যে, জিও স্টার ২০২৭ সাল পর্যন্ত সম্প্রচার চুক্তি ভেঙে দিয়েছে। তারপর থেকেই আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সহজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি দেখতে পাবে না। তবে এই সমস্ত খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আইসিসি।
আইসিসি এবং জিও স্টার একসঙ্গে একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, উভয় সংস্থার মধ্যে সম্প্রচার চুক্তি ভাঙেনি এবং জিও স্টার ভারতে আইসিসির অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে। জিও স্টার কর্তৃক চুক্তি শেষ করার যে খবর ছড়িয়েছিল তা ভুয়ো।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, জিও স্টার তার সমস্ত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ, যা চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। জিও স্টার নিশ্চিত করেছে যে তারা ভারতে পরবর্তী ICC ইভেন্টগুলির সম্প্রচার করে যাবে, যার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। জিও স্টার এবং আইসিসির চুক্তি ২০২৭ সাল পর্যন্ত চলবে।
আসলে কী ঘটেছে?
গত কয়েক দিন ধরে খবর ছড়িয়েছিল যে, জিও স্টার আর্থিক ক্ষতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরবর্তী টুর্নামেন্টগুলি সম্প্রচার করতে অস্বীকার করেছে। জানা গিয়েছে, জিও স্টারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনকী বলা হয়েছিল যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন মিডিয়া পার্টনার খুঁজতে শুরু করেছে। শোনা যাচ্ছিল, সোনি স্পোর্টস নেটওয়ার্ক, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও বেশি দামের কারণে সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেনি। তবে এই সমস্ত খবর মিথ্যা বলে দাবি করে বিবৃতি দিল আইসিসি ও জিও স্টার।
The @ICC and @JioStar reaffirm that their media rights agreement in India remains fully in force.
— ICC (@ICC) December 12, 2025
Details of joint statement: https://t.co/YILwLJORl5 pic.twitter.com/HTdN7y4eCQ




















