Rashid Khan T20 WC: টি-২০ বিশ্বকাপে যে কোনও দলকে হারাতে পারি, হুঙ্কার আফগান অধিনায়ক রশিদের
T20 World Cup: টি-২০ ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে জাতীয় দলের অধিনায়ক হিসাবে এই প্রথম কোনও টি-২০ বিশ্বকাপে নামছেন রশিদ খান (Rashid Khan)।
নিউ ইয়র্ক: টি-২০ ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে জাতীয় দলের অধিনায়ক হিসাবে এই প্রথম কোনও টি-২০ বিশ্বকাপে নামছেন রশিদ খান (Rashid Khan)। সব মিলিয়ে এটা রশিদের চতুর্থ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। যদিও কঠিন গ্রুপে পড়েছে আফগানিস্তান। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়, নিউ জ়িল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও উগাণ্ডা। আফগান ক্রিকেটারেরা বিভিন্ন দেশের টি-২০ লিগে যেরকম দাপট দেখান, জাতীয় দলের জার্সিতে আইসিসি ইভেন্টে এই ফর্ম্যাটে সেই ঔজ্জ্বল্য খুঁজে পাওয়া যায় না। তবু, ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো হেভিওয়েট ও নেদারল্যান্ডসকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তান। এবারের টি-২০ বিশ্বকাপে কী হবে?
আত্মবিশ্বাসে ফুটছেন রশিদ। বলেছেন, 'আমি আত্মবিশ্বাসী কারণ, টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে আমরা বেশ কয়েকবার হারিয়েছি। ওয়ান ডে ক্রিকেটেও ওদের হারিয়েছি। দলের সাত থেকে আটজন আইপিএলে খেলে এসেছে। বিশ্বকাপের আগে এর চেয়ে ভাল প্রস্তুতি হয় না। বিশ্বকাপের পরিবেশ-পরিস্থিতিতে স্পিনাররা সাহায্য পাবে। আমার অন্তত তাই প্রত্যাশা। উইকেট ব্য়াটিং সহায়ক হলেও আমাদের যা বোলিং শক্তি তাতে পিচ নিয়ে ভাবছিই না। আমাদের দলে বেশ কয়েকজন রহস্য স্পিনার আছে যারা ব্যাটারদের সহজে রান তুলতে দেবে না।'
#AfghanAtalan are Ready for the ICC Men's T20 World Cup 2024! 🤩👊#T20WorldCup | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/d5uLufmejA
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 2, 2024
এরপরই রশিদ বলেছেন, 'ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি প্রচুর বল করেছি। মহম্মদ নবি, মুজিব উর রহমান, নূর আমেদরাও ক্যারিবিয়ান উইকেটে বল করেছে। আমরা প্রত্যেকেই এই সব পিচে টার্ন পেয়েছি। পরিবেশ নিয়েও ওয়াকিবহাল। সেই সুবিধা আমাদের রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিকভাবে কোন জায়গা আছি। আমরা কি বিশ্বাস করি যে, নিউ জ়িল্যান্ডকে হারাতে পারি। আমরা কি ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে পারি? সেই বিশ্বাসটা এসে গেলেই যে কোনও দলকে হারিয়ে দেব আমরা। গত ওয়ান ডে বিশ্বকাপেও সেটাই হয়েছি। ইংল্যান্ডকে হারানোর পর মনে হয়েছিল, আমরা যে কোনও দলকে হারাতে পারি।'
আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।