Virat Kohli: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?
T20 World Cup: ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ মোট পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন কোহলি। মোট ২৭ ম্যাচে করেছেন ১১৪১ রান।
নিউ ইয়র্ক: তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মুখ। তাঁর খেলা দেখার জন্য মাঠ ভরে যায়। তিনি, বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ। নামতে চলেছেন নিজের ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে চ্যাম্পিয়ন হতে গেলে কোহলির ব্যাট ঝলসে উঠতে হবেই। টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী রকম? কত রান রয়েছে কিংগ কোহলির?
টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে ২০০৭ সালে। প্রথমবারই চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত। তবে সেই ভারতীয় দলে ছিলেন না কোহলি। তাঁর টি-২০ বিশ্বকাপ খেলা শুরু ২০১২ সালে। শ্রীলঙ্কার মাটিতে যে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ়।
২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ - মোট পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন কোহলি। মোট ২৭ ম্যাচে করেছেন ১১৪১ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯ রান। কোনও সেঞ্চুরি নেই। বল হাতে রয়েছে ২টি উইকেটও। ৮১.৫০ ব্যাটিং গড়ে রান করেছেন কোহলি। যা তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫১.৭৫ গড়ের চেয়ে অনেকটাই বেশি।
২০১২ সালে কেরিয়ারের প্রথম টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ১৮৫ রান করেছিলেন কোহলি। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে আরও বিধ্বংসী মেজাজে ছিলেন কোহলি। সেবার ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন বিরাট। ২০১৬ সালে ৫ ম্যাচে ২৭৯ রান করেছিলেন কোহলি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে অবশ্য ছন্দে ছিলেন না একেবারেই। ৫ ম্য়াচ খেলেছিলেন। করেছিলেন মাত্র ৬৮ রান। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে অবশ্য স্বমহিমায় ফেরেন কোহলি। ৬ ম্যাচে ২৯৬ রান করেন তিনি।
নেতৃত্বের চাপ কি কোহলির ব্যাটিংয়ে প্রভাব ফেলে? টি-২০ বিশ্বকাপে অন্তত সেরকমই ইঙ্গিত। ২০২১ সালে অধিনায়ক ছিলেন কোহলি। ৫ ম্যাচে মাত্র ৬৮ রান করেছিলেন। অধিনায়ক না থাকাকালীন ২২ ম্যাচে ১০৭৩ রান করেছেন তিনি।
কোহলিকে বরাবর বলা হয় চেজ মাস্টার। রান তাড়া করতে নেমে ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড। যার প্রতিফলন টি-২০ বিশ্বকাপের রেকর্ডেও। প্রথমে ব্যাট করে টি-২০ বিশ্বকাপে ১৬ ম্যাচে ৬০০ রান করেছেন তিনি। রান তাড়া করতে নেমে ১১ ম্যাচে করেছেন ৫৪১ রান। ২৭০.৫ ব্যাটিং গড়ে।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। সেই ম্যাচে ৫৮ বলে ৭৭ রান করে একাকী লড়াই করেছিলেন কোহলি। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি।
ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি কোহলি। সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। ১৫ ম্যাচে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপও জেতেন। সেই ছন্দ বজায় রাখতে পারলে কিন্তু কপাল পুড়তে পারে প্রতিপক্ষ বোলারদের।
মহম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদিরা শুনতে পাচ্ছেন?
আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।