T20 World Cup: পাকিস্তানের পেসাররা ম্যাচের রং পাল্টে দিতে পারে, ভারতকে হুঁশিয়ারি প্রাক্তন পাক অধিনায়কের
India VS Pakistan: ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে সব সময় মনে করা হয় ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের লড়াই। এবারও তার অন্যথা হবে না, মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আজহার আলি।
নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তবে সকলের নজর ৯ জুনের দিকে। সেদিন টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। ভারতের সামনে পাকিস্তান (India vs Pakistan)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে সব সময় মনে করা হয় ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের লড়াই। এবারও তার অন্যথা হবে না, মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আজহার আলি। তবে ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কাছে সবচেয়ে বড় কাঁটা হবে মিডল অর্ডার ব্যাটিং, মনে করেন আজহার।
৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে। ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান। পরাজয় একমাত্র ২০২১ সালে। দুবাইয়ে সেবার পাকিস্তানের কাছে দশ উইকেটে পর্যুদস্ত হয়েছিল ভারত। এবার পাকিস্তানের ওপেনিং জুটি ছন্দে নেই। আগ্রাসী ওপেনার সঈম আয়ূব দলে জায়গা পাননি। বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান জুটির ওপর ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে।
আজহার আলি বলেছেন, 'পাকিস্তানের মিডল অর্ডার ছন্দে নেই। ওপেনিং জুটিও বদলাতে হয়েছে কারণ আগ্রাসী ওপেনার সঈমকে খেলিয়ে লাভ হয়নি। তবে বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান ওপেনার হিসাবে ফিরেছে। তবু অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে।'
আজহার বলেছেন, খাতায় কলমে ভারত ভাল দল। তবে পাকিস্তানের জোরে বোলাররা ম্যাচের রং পাল্টে দিতে পারেন। 'হ্যাঁ, ফাস্ট বোলিংয়ের কথা বললে পাকিস্তান এগিয়ে,' বলেছেন আজহার। যোগ করেছেন, 'তবে ভারতের হাতে একজন যশপ্রীত বুমরা রয়েছে। সঙ্গে অন্যান্য পেসাররাও। যারা নজর কেড়ে নিয়েছে।'
View this post on Instagram
তবে স্পিন বিভাগে যে ভারত ছোবল মারতে পারে, পাক শিবিরকে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। আজহার বলেছেন, 'পাকিস্তানের ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রণ ভাল। তবে শাদাব খানকে নিয়ে একই কথা বলা যায় না। বর্তমান ফর্ম ধরলে আব্রার আমেদকে খেলানো উচিত।'
আরও পড়ুন: বিদায়লগ্নে মন খারাপ সুনীলের? আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।