Viral Video: হাঁটু মুড়ে চড়লেন সিঁড়ি, দুরন্ত বর্ডার-গাওস্কর ট্রফির পর তিরুপতি মন্দিরে ছুটলেন নীতীশ কুমার রেড্ডি
Nitish Kumar Reddy: বর্ডার-গাওস্কর ট্রফি খেলে দেশে ফেরার পর বিশাখাপত্তনমে রাজকীয় অভ্যর্থনায় নীতীশ কুমার রেড্ডিকে স্বাগত জানানো হয়।
নয়াদিল্লি: হতাশাজনক বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের (Indian Cricket Team) গুটিকয়েক প্রাপ্তির অন্যতম হলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তরুণ তুর্কি। এবার দেশে ফিরেই মন্দিরে ছুটলেন নীতীশ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরি আপলোড করেন। সেখানে তাঁকে এক ছবিতে তিরুপতি মন্দিরের (Tirupati Temple) সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানেই শেষ নয় আরেক ভিডিওতে হাঁটু মুড়ে সিঁড়ি ভাঙতেও দেখা যায় নীতীশকে। দ্রুতই তাঁর এই সোশ্যাল মিডিয়া স্টোরি কিন্তু ভাইরাল হয়ে যায়। দুরন্ত অস্ট্রেলিয়া সফরের পর নীতীশ কুমার দেশে ফেরার পরেও তাঁকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়।
Once he is done with BGT Century, he’s making his devotional steps to take another century. Save the Date: 13/01/25
— CRICNET (@Cricnet_) January 13, 2025
Cr: Thank You nitish_kumar_reddy_7#AndhraPradeshCricketAssociation #IndianCricketTeam🇮🇳 #SunriseHyderabad #SRHFans #ICTFans #DevotionalSteps #NitishKumarReddy pic.twitter.com/HfVR84jn00
বিশাখাপত্তনম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য গাদা ভিড় জমা হয়েছিল। ফুল দিয়ে তাঁর অনুরাগীরা স্বাগত জানান। বাবার সঙ্গে হুড খোলা জিপে বিশাখাপত্তনমে নিজের শহরে ভ্রমণও করেন নীতীশ। এবার সফল সফরের পর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেই তিরুপতিতে পৌঁছে গেলেন তিনি।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন
বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ পরাজয়ের জেরে ভারতীয় দল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। সেখানে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠাটা স্বাভাবিক। ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের পর বোর্ডের সঙ্গে দলের অধিনায়ক, কোচ গত সপ্তাহেই বৈঠকে বসেন। রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। সেই বৈঠকেই নাকি রোহিত নিজের ভবিষ্যৎ সম্পর্কে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেন।
রোহিত যেখানে ব্যর্থ হচ্ছেন সেখানে অধিনায়ক বুমরার সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে অটোমেটিক বিকল্প হিসাবে সামনে এনেছে। অনেক মহল থেকে বুমরাকে অধিনায়ক করার ডাক দেওয়া হচ্ছে, আবার অনেকে সন্দিহানও। তবে এমন পরিস্থিতিতে রোহিত নাকি নিজেই বোর্ডের কর্তাদের জানিয়েছেন তিনি আরও কয়েকমাস টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে বহাল থাকতে চান এবং তারপরে তিনি অবসর নেবেন। রোহিত এখনই দলের নেতৃত্ব ছাড়তে নাকি প্রস্তুত নন।
তবে আর কতদিন খেলতে দেখা যাবে রোহিতকে? তিনি নাকি বোর্ড কর্তাদের ওই বৈঠকেই জানিয়েছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তিনি হয়তো অবসর নেবেন। সেই সময়ের বোর্ডকে তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার জন্যও বলেছেন বর্তমান টিম ইন্ডিয়া অধিনায়ক।
আরও পড়ুন: আর কোহলির সঙ্গে মাঠে দেখা যাবে না অনুষ্কাকে? দলের ব্যর্থতায় গুচ্ছ কড়া সিদ্ধান্ত নিচ্ছে BCCI?