Team India Victory Parade Live: ওয়াংখেড়েতে রাজকীয় সংবর্ধনা বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলকে
Indian Cricket Team Victory Parade Live updates: ক্যারিবিয়ানে চার দিন আটকে থাকার পর আজ দেশে ফিরছে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল।
LIVE
Background
মুুম্বই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর প্রায় ৪ দিন আটকে ছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। হারিকেন বেরিলের (Hurricane Beryl) দাপটে কার্যত হোটেলবন্দি হয়ে থাকতে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। অবশেষে ভারতের পথে রওনা হলেন টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারেরা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে বার্বাডোজ় বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা।
ওয়েস্ট ইন্ডিজ় থেকে বুধবারই যে ভারতীয় দল রওনা হচ্ছে, সে ইঙ্গিত সকালেই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় টি-২০ বিশ্বকাপের ছবি দিয়ে লিখেছিল, এবার বাড়ি ফেরার পালা।
হারিকেন বেরিলের দাপটে বার্বাডোজ়ে আটকে পড়া ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলেন বোর্ড সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়া সাংবাদিকদেরও দলের সঙ্গে একই বিমানে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন জয় শাহ।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছনোর কথা ভারতীয় ক্রিকেটারদের। তারপরই রোহিত, কোহলিরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন রোহিতরা। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পরই রোহিতদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। কোহলিদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি।
নয়াদিল্লি থেকে বৃহস্পতিবারই মুম্বইয়ে যাওয়ার কথা রোহিতদের। সেখানে হুডখোলা বাসে করে টি-২০ ট্রফি নিয়ে শহর পরিক্রমা করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক যেমন হয়েছিল ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত ওয়ান ডে বিশ্বকাপ জেতার পরে।
যে মাঠে ধোনির ভারত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও যাওয়ার কথা রোহিতদের। স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারে গিয়ে বোর্ড সচিব জয় শাহর হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ভারতীয় দলের। সন্ধ্যায় মুম্বই থেকেই যে যাঁর বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাবেন।
Team India Victory Parade Live Updates: আবেগে ভেসে কী বললেন বুমরা?
অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে এখানে এসেছিলাম। এই মাঠের ও এখানকার রাস্তর এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি। কখনও ভুলতে পারব না এমন দৃশ্য। এই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
Indian Cricket Team Victory Parade Live: বুমরাকে ধন্য়বাদ জানালেন বিরাট
প্রথমত সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তটা আমি কোনওদিনই ভুলতে পারব না। গত চারদিন স্বপ্নের মত কেটেছে। যা হয়েছে তা সত্যিই অসাধারণ। আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। শেষ পাঁচ ওভারে যা হয়েছে, তা এককথায় অভূতপূর্ব। শেষ পাঁচ ওভারের দুটো ওভার যেভাবে করেছে যশপ্রীত বুমরা। তা সত্যিই দুর্দান্ত। ও জেনারেশনের একবারই আসে।
Team India Victory Parade Live Updates: ঐতিহাসিক মুহূর্তে রোহিতরা
এক দশকের বেশি সময় ধরে এমন মুহূর্ত তৈরির জন্য চেষ্টা করছিল ভারতীয় ক্রিকেট দল। এমন মুহূর্তের জন্য প্রচুর লড়াই করতে হয়েছে। অবশেষে ঐতিহাসিক মুহূর্ত আজ। ২০০৭ সালে এভাবেই হুডখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলকে। আজ রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বজয়ী দলকেও সেভাবেই বরণ করে নিল গোটা মুম্বই।
Indian Cricket Team Victory Parade Live: বাসের ছাদে সেলফিতে মজে সূর্য, হার্দিকরা
বাসের ছাদ থেকে মেরিনা বিচের দৃশ্য দেশে অবাক সূর্য, হার্দিকরা। প্রত্যেকেই সেলফি তুলছেন এই ঐতিহাসিক মুহূর্তের। ভারতের জাতীয় পতাকায় মুড়ে আছেন বিরাট কোহলি।
Team India Victory Parade Live Updates: হুডখোলা বাসে শুরু বিজয়যাত্রা
হুডখোলা বাসে বিজয়যাত্রা রোহিত, বিরাট, পন্থদের। জাতীয় পতাকা হাতে নিয়ে বাসের ছাদে দাঁড়িয়ে বিশ্বজয়ীরা। নরিম্য়ান পয়েন্ট থেকে এই বাসের গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম।