এক্সপ্লোর
Yuvraj Singh: গোয়ার সমুদ্র সৈকতে যুবরাজের ঝাঁ চকচকে বাংলো, পরতে পরতে স্থাপত্যের ছোঁয়া
Yuvraj Sing Bungalow: যুবির ঝাঁ চকচকে বাংলোটি দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে। সমুদ্র সৈকতে প্রকৃতির কোলে অসম্ভব সুন্দর এই বাংলোটি।

যুবরাজের গোয়ার বাংলো
1/10

ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন যুবরাজ সিংহ। দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার গোয়াতে একটি বাংলো কিনেছেন বাঁহাতি অলরাউন্ডার।
2/10

যুবির ঝাঁ চকচকে বাংলোটি দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে। সমুদ্র সৈকতে প্রকৃতির কোলে অসম্ভব সুন্দর এই বাংলোটি।
3/10

গোয়ায় তাঁর বাড়ি 'কাসা সিংহ' তিনি পর্যটকদের জন্য খুলে দিয়েছিলেন। ভাড়া, প্রত্যেক রাতে মাত্র ১২১২ টাকা।
4/10

যুবরাজের বাংলোর অন্দরসজ্জা দুর্দান্ত। স্যুইমিং পুলের নীল জল। ওপেন টেরেস। সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র। চোখ জুড়িয়ে যাবেই।
5/10

গুজ হোমস ম্য়াগাজিনের সোশ্য়াল মিডিয়ায় যুবরাজের বাংলোর একটু ভ্লগ পোস্ট করা হয়েছে। সেখানে তাঁর রুম ট্যুরটি দেখানো হয়েছে।
6/10

গোয়ার সমুদ্র সৈকতে গাছের আড়ালে মনোরম পরিবেশে এই বাংলোটি রয়েছে। ডাইনিং টেবিলটিও সুন্দর করে সাজানো। সব ঘরেই ইন্ডোর ট্রি দিয়ে সাজানো।
7/10

বাংলোর সবচেয়ে সুন্দর জায়গাটি বোধহয় ব্যালকনি। সেখানে দাঁড়ালে সমুদ্রের সৈকত দেখা যাবে।
8/10

গোটা বাংলোটি যেভাবে গড়ে তোলা হয়েছে তাতে গোয়ার সংস্কৃতি ও সেখানকার আঞ্চলিক স্থাপত্যকে তুলে ধরা হয়েছে। ঘরের চেয়ার, টেবিলগুলোর মধ্যেও আভিজাত্যের ছাপ রয়েছে।
9/10

যুবরাজ তাঁর বাংলোতে দেখা যাবে তাঁর মা ও স্ত্রী-র সঙ্গে বেশ কয়েকটি ছবির ফ্রেম। ই বাইকে অ্যাডভেঞ্চার ট্যুরের সুযোগ। ডাইভার দ্বীপে ভ্রমণের সুবিধা। সুস্বাদু খাবার।
10/10

যুবরাজ সিংহকে ফের ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ইন্ডিয়ান মাস্টার্সের হয়ে খেলবেন তিনি। ২২ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট চলবে।
Published at : 01 Feb 2025 08:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
