The Ashes 2025-26: প্রাথমিক ধাক্কা সামলে ব্রুক, রুটের দুরন্ত হাফসেঞ্চুরি, অ্যাশেজের পঞ্চম টেস্টে ভাল জায়গায় ইংল্যান্ড
Australia vs England: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটে ২১১ রান।

সিডনি: প্রথম তিন টেস্ট হেরে মাত্র ১১ দিনে অ্যাশেজ (The Ashes 2025-26) খোয়ানের পরে গত ম্যাচে দুইদিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে খানিকটা আত্মসম্মান ফিরে পেয়েছে ইংল্যান্ড। সিডনিতে শেষ টেস্ট জিতে সিরিজ় সম্মানজনক ৩-২ স্কোরলাইনে শেষ করার লক্ষ্যে মাঠে নেমেছেন বেন স্টোকসরা। সেই লক্ষ্যে পঞ্চম টেস্টের শুরুটা কিন্তু ইংল্যান্ড বেশ ভালই করেছে। সৌজন্য হ্যারি ব্রুক (Harry Brook) )এবং জো রুটের (Joe Root) অর্ধশতরান। প্রথম দিনের খেলাশেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২১১ রান।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। শোয়েব বশিরকে ১২ জনের দলে রাখা হলেও একাদশে তাঁর সুযোগ হয়নি। উইল জ্যাকসকেই স্পিনার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নেয় ইংরেজরা। প্রথমে ব্যাটে নেমে ইংল্যান্ড শুরুটা বেশ দেখেশুনেই করেছিল। গোটা সিরিজ় জুড়ে মিচেল স্টার্কের স্যুইং এবং গতিতে নাকানি চোবানি খাওয়া বেন ডাকেট এদিন শুরুতে বেশ কয়েকটি বাউন্ডারি মেরে আশা জাগান। তবে সেই স্টার্কের বলেই ২৭ রানে তিনি আউট হন।
আরেক ওপেনার জ্যাক ক্রলি ১৬ রান করে আউট হন। ৫০ রানের গণ্ডি পার করেই ইংল্যান্ড দুই উইকেট হারিয়ে ফেলে। জেকব বেথেলে মাত্র ১০ রানে আউট হওয়ার পর তো ৫৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। বেশ চাপেই পড়ে গিয়েছিল ইংরেজরা। এমন পরিস্থিতিতে জো রুট এবং হ্যারি ব্রুক ইংল্যান্ডের ইনিংস সামলান।
জো রুটকে এদিন নিজের সেরা ফর্মে দেখায়। স্বভাবচিত কভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, স্কোয়ার কাট সবই আসে তাঁর ব্য়াট থেকে। ১১৪ রানে দিনের প্রথম সেশন শেষ করে ইংল্যান্ড। সেট হওয়ার সময়টুকু ব্রক খানিকটা দেখেশুনে খেললেও এরপরে দ্বিতীয় সেশনে তাঁর ব্যাট চলা শুরু হয়। মাত্র ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। বেশ দ্রুত গতিতে ৬৫ বলে রুটও সিরিজ়ে নিজের দ্বিতীয় অর্ধশতরান হাঁকান। এই দুই তারকা ব্যাটারের সুবাদেই তড়তড়িয়ে ইংল্যান্ডের ইনিংস এগোচ্ছিল।
ব্রুক ও রুট মিলে দলকে দু'শো রানের গণ্ডি পার করান, দুইজনে চতুর্থ উইকেটে ১৫০ রানও যোগ করে ফেলেন। প্রাথমিক ধাক্কা সামলে ইংল্যান্ডকে বেশ মজবুত জায়গায় দেখাচ্ছিল। বড় স্কোরের পথে অগ্রসর ছিল তাঁরা। এরপরেই অবশ্য খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে তখন চা পানের বিরতি ঘোষণা করা হয়। তবে আর খেলা শুরু করা যায়নি। দিনের খেলা খারাপ আলোর জন্যই আগেভাগে শেষ হয়ে যায়।




















