Rohit Sharma: গোটা দেশের মানুষের সামনে রােহিতকে হঠাৎ কেন এমনটা বললেন সূর্য?
T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জিতে খেতাব ঘরে তোলে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর ফের কুড়ির ফর্ম্য়াটে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত।
মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Indian Cricket Team Captain)। দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন গত জুলাইয়ে। এরপরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন। তাঁর বদলে জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। এবার এক শোয়ে এসে সেই রোহিতকেই 'গজনি' বলে সম্বোধন করলেন সূর্যকুমার যাদব। আর সেই ক্লিপ প্রকাশ্যে আসতেই তা ভীষণভাবে ভাইরাল হয়েছে।
সম্প্রতি নেটফ্লিক্সের কমেডি শো দ্য গ্রেট কপিল শর্মাতে এসেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক রোহিত। তাঁর সঙ্গে এসেছিলেন সূর্যকুমার যাদব ও অর্শদীপ সিংহ। সেই এপিসোডের একটি টিজার রিলিজ করেছে নেটফ্লিক্স। সেখানে দেখা যাচ্ছে যে অর্চনা পুরন সিংহ জিজ্ঞাসা করছেন যে, ''দলের মধ্যে কে গজনী?''
সেই সময়ই সেটে থাকা সবাই হেসে ওঠেন। সূর্যকুমারকে দেখা যায় যে চোখের ইশারায় কপিলকে বোঝাচ্ছেন যে দলে গজনি রোহিত শর্মাই। আসলে সবকিছু ভুলে যাওয়ার জন্য় দলের মধ্যেই অনেকেই রোহিতের সঙ্গে হাসিঠাট্টা করেন। রোহিত টসের সময়ও মাঠে মাঠে দলের একাদশে কে কে আছেন, তা ভুলে যান। শিবম দুবে তখন জানান, রোহিত শর্মা নাকি টসের সময় হেড ও টেল গুলিয়ে ফেলেন। সেই সময়ই সূর্য বলে বসেন, ''শুধু কয়েনের দুটো প্রান্তই নন। মাঝে মাঝে কয়েনের কথাই ভুলে যান রোহিত।''
টিজারে আরও দেখা যায় যে কপিল শর্মা একটি জায়গায় রোহিতকে প্রশ্ন করছেন যে, ''আমাদের প্রথম সেশনে আপনি যখন এসেছিলেন, এরপরই কিন্তু ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তার মানে আমাদের শো নিশ্চয় আপনার জন্য খুব পয়া, তাই তো?'' সেই প্রশ্নের উত্তরে রোহিতও যেন পুলশটে উত্তর দিলেন, ''কপিল আপনাকেও মানতে হবে যে, আমরা আসার পরই আপনার শো এক নম্বর হয়েছিল।''
টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও মুম্বই অবশ্য ঘরের ছেলেকেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চায়। সদ্য রোহিতের নেতৃত্বে টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রোহিত। সেখানে জনতা দাবি তোলে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও হিটম্যানকেই জাতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চায় তারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।