Amit Shah Jay Shah: 'তোর ছেলে কি বাকিদের চেয়ে আলাদা নাকি?' জয় শাহকে প্রশ্ন অমিত শাহর, কী এমন ঘটল?
Amit Shahs Scolding Jay Shah: জয় শাহকে তখনই দেখা যায় পুত্রকে আগুনের আঁচ থেকে আড়াল করছেন। যাতে তাপে একরত্তি কষ্ট না পায়। যা দেখে গুজরাতি ভাষায় অমিত শাহ বলে ওঠেন...
আমদাবাদ: একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকলেই একবাক্যে স্বীকার করে নেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর তিনিই দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী রাজনীতিবিদ। তিনি, অমিত শাহ (Union Home Minister Amit Shah)।
আর একজন ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা। এখন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র মসনদে। গোটা বিশ্বের ক্রিকেটের দায়িত্বে। তিনি, জয় শাহ। সম্পর্কে যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।
আর বুধবার বাবা-ছেলের এক মধুর সমীকরণ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্নেহশীল পিতা অমিত শাহর ধমকও খেতে হল আর এক পুত্রবৎসল জয় শাহকে (Jay Shah, the new ICC Chairman)!
ঠিক কী হয়েছিল? বুধবার আমদাবাদের জগন্নাথ মন্দিরে (Jagannath Temple in Ahmedabad) সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন অমিত শাহ। উত্তরায়ণ উৎসব চলছে। তারই উদযাপনে জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন তিনি। অমিত শাহর সঙ্গে ছিলেন পুত্র জয় শাহ ও নাতিও। মন্দিরে পুজো দেওয়ার ফাঁকে বাপ-বেটার একটা হাল্কা মেজাজের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
জগন্নাথ মন্দিরে তখন আরতি চলছে। অমিত শাহ রীতি মেনে পুজো করছিলেন। আরতি সম্পন্ন হতেই জ্বলন্ত পঞ্চপ্রদীপ জয় শাহর পুত্র দিকে এগিয়ে দেন অমিত শাহ। মনে করা হয়, পঞ্চপ্রদীপের আগুনের ওম শরীর ও মনকে তরতাজা করে, সুস্বাস্থ্যের অধিকারী হন প্রার্থনাকারী। সেই প্রথা মেনেই প্রদীপ এগিয়ে দেন অমিত শাহ।
জয় শাহকে তখনই দেখা যায় পুত্রকে আগুনের আঁচ থেকে আড়াল করছেন। যাতে তাপে একরত্তি কষ্ট না পায়। যা দেখে গুজরাতি ভাষায় অমিত শাহ বলে ওঠেন, 'কস্সু নাই থে, তারে কাই নোভো নাভায়ে নো ছোকরো ছে।' যার বাংলা করলে দাঁড়ায়, 'কিচ্ছু হবে না। তোর ছেলে কি বাকিদের চেয়ে আলাদা নাকি?' সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মজার ভিডিও ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। ভাইরাল হয়ে যায়।
Amit Shah performing Aarti.
— Johns (@JohnyBravo183) January 15, 2025
Jay Shah tried to shield his baby from Aarti flames.
Amit Shah: kuch nahi hoga bachche ko, koi naya navela bachcha nahi hai.
Champaklal and Jethalal irl 😭🤣pic.twitter.com/ndhFxIIhkQ
এক নেটিজেন লেখেন, 'একেবারে গড়পড়তা ভারতীয় বাবা। যে ছেলেকে নিয়ে মন্তব্য করতে দুবার ভাবে না।' একদন মজা করে লেখেন, 'সব বাড়িতেই এক গল্প। বাবার সামনে ছেলেদের আর কোনও ইজ্জত রইল না। সে ছেলে যত বড় ও গুরুত্বপূর্ণ মানুষই হোক না কেন!'
আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?