Vaibhav Sooryavanshi: বৈভবকে ব্যাটই করতে নামাল না ভারত, বাংলাদেশের কাছে হারের পরই তুলোধনা হচ্ছেন কোচ!
Asia Cup Rising Stars: বৈভব ড্রেসিংরুমে বসে বসে দেখল যে, ব্যাটিং ব্যর্থতার লজ্জাজনক ছবি উপহার দিচ্ছে সতীর্থরা। স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে সুপার ওভারে ২ বলেই শেষ লড়াই।

দোহা: আইপিএল তাকে এনেছিল প্রচারের আলোয়। মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে গত মরশুমে। আর শুরুতেই সকলের মন জিতে নিয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারত এ বা অনূর্ধ্ব ১৯, যে দলেই তারপর থেকে সুযোগ পেয়েছে, বিধ্বংসী ব্যাটিং করে আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে বৈভব।
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টেও দুরন্ত ছন্দে ছিল বৈভব। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বৈভবই ভারতের সর্বোচ্চ স্কোরার। ইনিংস ওপেন করে মাত্র ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস। ৪টি ছক্কা। ২৫৩.৩৩ স্ট্রাইক রেটে রান করেছে বৈভব।
অথচ সেই বৈভবকেই সুপার ওভারে ব্যাট করতে পাঠায়নি ভারত! বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় ম্যাচের ফয়সালা হল সুপার ওভারে। যেখানে প্রথমে ব্যাট করে কোনও রান না করেই অল আউট হয়ে গেল ভারত। সুপার ওভারের নিয়ম হল, ৬ বলের মধ্যে ২ উইকেট পড়ে গেলেই সেই দলকে অল আউট ঘোষণা করা হবে। ভারত রিপন মণ্ডলের পরপর ২ বলে হারায় জিতেশ শর্মা ও আশুতোষ শর্মাকে। বোর্ডে কোনও রানই ওঠেনি।
আর বৈভব ড্রেসিংরুমে বসে বসে দেখল যে, ব্যাটিং ব্যর্থতার লজ্জাজনক ছবি উপহার দিচ্ছে সতীর্থরা। স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে সুপার ওভারে ২ বলেই শেষ লড়াই। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে ভারত।
ভারতের পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে ভারতীয় দলের কোচ সুনীল জোশী। ঠিক কী পরিকল্পনা ছিল বৈভবকে ব্যাটিং করতে না পাঠানোর নেপথ্যে, সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
ধারাভাষ্যকার মনিন্দর সিংহ যেমন সরাসরি প্রশ্ন তুলেছেন জোশীর চিন্তাভাবনা নিয়েই। সুপার ওভারে তখন নোট নিচ্ছিলেন জোশী। মনিন্দর বলেন, 'এখন কী নোট নিচ্ছে ও? কেন সুপার ওভারে বৈভবকে ব্য়াট করতে পাঠানো হল না?'
ম্যাচ শেষ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশে নিন্দার ঝড় উঠেছে। ভারতের কোচ সুনীল জোশী ও সাপোর্ট স্টাফদের তোলা হচ্ছে কাঠগড়ায়। কোন যুক্তিতে নিয়মিত ওপেন করে ব্যাট হাতে ঝড় তোলা বৈভবকে সুপার ওভারে ব্যাটিং দেওয়া হল না, প্রশ্ন তোলা হচ্ছে। বাংলাদেশের কাছে হারের লজ্জা আরও ক্ষিপ্ত করে তুলেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের । যদিও ম্যাচের শেষে অধিনায়ক জিতেশ শর্মা পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়েছেন ।




















